ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

এখনো খাওয়ার উপযোগী শত বছরের পুরনো কেক!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এখনো খাওয়ার উপযোগী শত বছরের পুরনো কেক! শত বছরের পুরনো ফ্রুট কেক

ঢাকা: অ্যান্টার্টিকায় এক অভিযাত্রী দল খুঁজে পেয়েছেন শত বছরের পুরনো একটি ফ্রুট কেক। তবে কেকটি সম্পর্কে সবচেয়ে অবাক করা তথ্যটি হলো, কেকটি এখনো রয়েছে টাটকা।

নিউজিল্যান্ডের অ্যান্টার্টিক হেরিটেজ ট্রাস্টের অভিযাত্রীরা কেপ অ্যাডায়ার নামক স্থানে এই কেক খুঁজে পান। গবেষকরা জানান, কেকটি ১০৬ বছরের পুরনো।

গবেষকদের মতে, ১৯১০ থেকে ১৯১৩ সালের মধ্যে বিখ্যাত ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কট এই ফ্রুট কেক অ্যান্টার্টিকায় নিয়ে গিয়েছিলেন। রবার্ট ফ্যালকন ও তার দল ওই অভিযানে প্রাণ হারালেও টিকে গেছে এই কেক।

ব্রিটেনের হান্টলে ও পামারস এই কেকটির তৈরি করেছিল। দীর্ঘদিন পড়ে থাকায় মরিচা ধরে গিয়েছিল কেকের টিনে। তবে কেকটি ছিল যথেষ্ট টাটকা ও তাতে সুগন্ধ বিদ্যমান।

অভিযাত্রীদের একজন জানান, অ্যান্টার্টিকার মতো পরিবেশে টিকে থাকার জন্য ফ্রুট কেক একটি আদর্শ খাবার। এই খাবারটি যে রবার্ট ফ্যালকন ও তার দলের লোকেদের খুবই পছন্দনীয়, তাতে কোনো সন্দেহ নেই।

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, আগস্ট ২‍ৃ১, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।