ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফিচার

মহাশূন্য থেকে সূর্যগ্রহণের অত্যাশ্চর্য ছবি নাসার

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
মহাশূন্য থেকে সূর্যগ্রহণের অত্যাশ্চর্য ছবি নাসার মহাশূন্য থেকে সূর্যগ্রহণের অত্যাশ্চর্য ছবি নাসার

ঢাকা: ২১ আগস্ট প্রায় একশো বছর পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সৌভাগ্য পেয়েছিল পশ্চিমা বিশ্ব। বাংলাদেশ সময় ছিলো রাত ৯টা। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কোনো দেশ থেকে তাই দেখা যায়নি।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সূর্যগ্রহণের বেশ কিছু ছবি। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে এ ছবিগুলো তুলেছেন ইতালিয়ান নভোচারি পাওলো নেসপোলি।

​ সূর্যগ্রহণের সময় পৃথিবীর বুকে চাঁদের কালো ছায়াসূর্যগ্রহণের সময় পৃথিবীর বুকে চাঁদের কালো ছায়া

চাঁদ ঢেকে দিচ্ছে সূর্যকেচাঁদ ঢেকে দিচ্ছে সূর্যকে

ভার্জিনিয়ায় অবস্থিত নাসার রিসার্চ সেন্টার থেকে তোলা সূর্যগ্রহণের দৃশ্যভার্জিনিয়ায় অবস্থিত নাসার রিসার্চ সেন্টার থেকে তোলা সূর্যগ্রহণের দৃশ্য

ওয়াশিংটন থেকে তোলা গ্রহণের সময় মহাকাশে প্রতি সেকেন্ডে পাঁচ মাইল গতিবেগে ছুটে চলা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন
ওয়াশিংটন থেকে তোলা গ্রহণের সময় মহাকাশে প্রতি সেকেন্ডে পাঁচ মাইল গতিবেগে ছুটে চলা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন

ওয়াশিংটন থেকে তোলা সূর্যগ্রহণের টাইম ল্যাপসওয়াশিংটন থেকে তোলা সূর্যগ্রহণের টাইম ল্যাপস

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।