ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিনে 

সাংবাদিক জহুর হোসেন চৌধুরীর জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
সাংবাদিক জহুর হোসেন চৌধুরীর জন্ম সাংবাদিক জহুর হোসেন চৌধুরী

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২৭ আগস্ট, ২০১৭, রোববার। ১২ ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
•    ১৯০০ - সেন্ট্রাল লন্ডনে ইলেকট্রিক রেলওয়ে চালু হয়।
•    ১৯৫৪ - সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়।
•    ১৯৬৭ - পৃথিবীর প্রথম এটিএম (অটোমেটেড টেলার মেশিন) স্থাপন করা হয় ইংল্যান্ডের এনফিল্ড শহরে।
•    ১৯৭৪ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সোভিয়েত ইউনিয়ন ভ্রমণে যান।
•    ১৯৭৭ - জিবুতি (সাবেক ফরাসি সোমালিল্যান্ড) স্বাধীনতা লাভ করে।
•    ১৯৯১ - সোভেনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়।
•    ২০০৭ - গর্ডন ব্রাউন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
 
জন্ম
•    ১৮৮০ - হেলেন কেলার, অন্ধ ও বধির মার্কিন লেখিকা ও মনীষী।
•    ১৯২২ - জহুর হোসেন চৌধুরী, প্রখ্যাত বাংলাদেশি সাংবাদিক। তিনি একাধারে সাংবাদিক, সম্পাদক, কলামিস্ট ও রাজনীতিবিদ। আজীবন তিনি দৈনিক সংবাদের অন্যতম পরিচালক ছিলেন। তার সাংবাদিক জীবনের সূচনা হয় প্রয়াত হাবীবুল্লাহ বাহার সম্পাদিত 'বুলবুল' পত্রিকায়। ১৯৪৫ সাল থেকে তিনি শিক্ষানবীশ, সম্পাদক ও সাংবাদিক হিসেবে কাজ করেন কলকাতা থেকে প্রকাশিত 'দ্য স্টেটসম্যান', 'কমরেড' ও 'স্টার অব ইন্ডিয়া' পত্রিকায়। ১৯৫১ সালে দৈনিক সংবাদে সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৫৪ সালে তিনি এ পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। ১৯৮০ সালের ১১ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
•    ১৯৪১ - ক্রিস্তফ কিয়েশলফস্কি, পোল্যান্ডের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা।
•    ১৯৫৯ - লরে মরগান, আমেরিকান গায়িকা।
•    ১৯৭৭ - রাউল গনজালেস, স্পানিশ ফুটবল খেলোয়াড়।
 
মৃত্যু
•    ১৮২৯ - জেমস স্মিথসন, ইংরেজ বিজ্ঞানী ও দার্শনিক।
•    ১৮৩৯ - রণজিত সিংহ, শিখ রাজা।
•    ১৯৫৭ - ম্যালকম লাউরি, ব্রিটিশ কথাসাহিত্যিক।
•    ১৯৭৯ - বন্দে আলী মিঞা, কবি।
•    ১৯৮০ - শাহ মোহাম্মদ রেজা পাহলভি, ইরানের সাবেক নেতা।
•    ২০০০ - শঙ্কর ভট্টাচার্য, বাঙালি ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং সাহিত্যিক।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এনএইচটি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।