ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফিচার

ছবিতে কোরবানির পশুর হাট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
ছবিতে কোরবানির পশুর হাট ছবিতে কোরবানির পশুর হাট

রাত পেরোলেই  ঈদুল আজহা।ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় শেষ মুহূর্তে জমে উঠেছে খুলনা বিভাগের সর্ববৃহৎ হাট জোড়াগেট পশুর হাট। ব্যাপারী, খামারি, ক্রেতা আর দর্শনার্থীদের আগমনে হাট প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে।

ক্রেতারা হাটের একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে পছন্দের গরু-ছাগল খুঁজছেন, দেখছেন, কিনছেন। বড় গরুর তুলনায় ছোট আর মাঝারি গরুই পছন্দের শীর্ষে এবার।

ছবিতে কোরবানির পশুর হাট শেষ মুহূর্তেও খুলনার আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে গরু-ছাগল আসছে হাটে। ছবিতে লোকে লোকারন্য জোড়াগেট পশুর হাট। ছবিতে কোরবানির পশুর হাট হাটের একাংশের খোলা জায়গায় বিক্রির জন্য রাখা গরু দেখছেন দর্শনার্থী ও ক্রেতারা। ছবিতে কোরবানির পশুর হাটজোড়াগেট হাটে শেষ মুহূর্তে জমে উঠেছে ছাগলের বেচাকেনা। গরুর তুলনায় ছাগলের বিক্রি তুলনামূলক কম। ছবিতে কোরবানির পশুর হাটখুলনার আশ-পাশের বিভিন্ন অঞ্চল থেকে এখনো গরু আসছে হাটে। ব্যাপারীরা গাড়ি থেকে গরু নামাচ্ছেন। ছবিতে কোরবানির পশুর হাটপছন্দের গরু কিনে বাড়ির পথে এক ক্রেতা। দাম একটু বেশি হলেও সন্তোষ প্রকাশ করেছেন তিনি। ছবিতে কোরবানির পশুর হাটহাটের ভেতরে গরুর ছুট সামলাতে না পেরে বিপাকে এক ব্যাপারী। ছবিতে কোরবানির পশুর হাট হাট থেকে গরু কিনে ছুটছেন ক্রেতারা। গরু নিয়ে এ যেনো এক আনন্দে মেতেছেন তারা। ছবিতে কোরবানির পশুর হাটমাংস প্রস্তুত করতে খাটলার বিকল্প নেই। ছবিতে খাটলা কিনছেন এক ক্রেতা। ছবিতে কোরবানির পশুর হাটকোরবানির মাংস প্রস্তুতে মোটা হোগলার কদর অনেক। ছবিতে বিক্রেতা মোটা হোগলা বিক্রি করছেন।

ছবিগুলো খুলনার সর্ববৃহৎ পশুর হাট জোড়াগেট থেকে তোলা।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।