ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফিচার

ফ্রেমবন্দি কোরবানির ঈদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
ফ্রেমবন্দি কোরবানির ঈদ ফ্রেমবন্দি কোরবানির ঈদ

ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে ঘিরে মুসলিম উম্মাহর কোরবানির নানান প্রস্তুতি।   

কোরবানির ঈদকে ঘিরে শুরু হয় রাজধানীর বিভিন্ন জায়গার পশুর হাটের প্রস্তুতির কাজ। এবং নির্দেশনা অনুযায়ী যথা সময়ে কাজ সম্পূর্ণ হয় নগরের নির্ধারিত বিভিন্ন জায়গার বিরাট পশুর হাট।

ফ্রেমবন্দি কোরবানির ঈদহাট সম্পূর্ণ আকার ধারন করলে দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে থাকা গরু ছাগল পরিপূর্ণ রুপ দেয় পশুর হাটগুলোকে। ফ্রেমবন্দি কোরবানির ঈদশুরু হয় আনন্দের মূহুর্ত, বড়দের পাশাপাশি ছোটরাও উপভোগ করতে ভীড় জমায় হাট গুলোতে। এমনকি সাথে আনন্দের মুহুর্ত টাকে ভাগ করে নিতে তোলে সেলফি। ফ্রেমবন্দি কোরবানির ঈদএবার জমে দামদর !! যতদিন যায় কোরবানির চিন্তাটা থেকেই যায় হাটে এসে কোরবানির গরু কিনাটা চারটে খানে কথা নয়। তবুও দায়িত্ব নিয়েই পুরুষের পাশাপাশি গরুর দামদর করতে ব্যস্ত দেখা যায় নারী ক্রেতাদেরকেও। ফ্রেমবন্দি কোরবানির ঈদএই প্রথম রাজধানীর কয়েকটি হাটে দেখা মিলে পশুর ওজন মাপার ডিজিটাল মেশিন। ওজন মাপতে গরু প্রতি ১০০ টাকা ও ছাগল প্রতি ৩০ টাকা করে নিয়ে থাকে। ফ্রেমবন্দি কোরবানির ঈদদীর্ঘ সময় অপেক্ষার পর হাট থেকে পছন্দের মহিষটি কিনতে পেরে আনন্দেই মহিষের পিঠে চড়েই বাড়ি ফিরছে পুরান ঢাকার মানিক মিয়া নামে এক ব্যক্তি। ফ্রেমবন্দি কোরবানির ঈদকোরবানির ঈদকে কেন্দ্র করে হুলস্থুল কামারপাড়া। বিভিন্ন চাপাতি, রাম দা, ছুরি, চাকু, ডলফিন, কুচ ইত্যাদি তৈরিতে কাটে ব্যস্ত সময়। ফ্রেমবন্দি কোরবানির ঈদত্যাগের মহিমায় চিরভাস্বর ঈদুল আজহা মুসলমানদের জীবনে সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের একটি। ত্যাগের মহিমায় ভাস্বর ঈদের দিন দেওয়া হয় কোরবানি। মুসল্লিরা সাধারণত গরু, ছাগল, মহিষ, ভেড়া, উট প্রাণী দ্বারা কোরবানি দিয়ে থাকি। ফ্রেমবন্দি কোরবানির ঈদঈদের দিন কোরবানি শেষে প্রায় সব এলাকাতেই পশুর চামড়া নিয়েও ব্যস্ত থাকে অনেকেই।

ফ্রেমবন্দি কোরবানির ঈদসাধারণত আমাদের দেশে ধর্মীয় বিধান অনুযায়ী কোরবানির মাংস তিন ভাগে ভাগ করে থাকি। ১ ভাগ গরিব-দুঃস্থদের মধ্যে ১ ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে এবং ১ ভাগ নিজেদের খাওয়ার জন্য রাখা হয়। যার কারণে রাজধানীর বিভিন্ন স্থানে মাংস সংগ্রহে গরিব দুস্থ অসহায় লোকদের ভিড় জমতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।