ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের জন্ম চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১৭ সেপ্টেম্বর, ২০১৭, রোববার। ২ আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
•    ১৬৩০ - যুক্তরাষ্ট্রে বোস্টন শহর প্রতিষ্ঠিত হয়।
•    ১৭৮৭ - ফিলাডেলফিয়ার পেনিসেলভেনিয়ায় যুক্তরাষ্ট্রের সংবিধান স্বাক্ষরিত হয়।
•    ১৮৪৮ - সাপ্তাহিক সংবাদপত্র ‘সাপ্তাহিক অরুণোদয়’ প্রকাশিত হয়।
•    ১৯০৩ - যুক্তরাষ্ট্রের দুই ভাই অরভিল রাইট ও উইলবার রাইট উড়োজাহাজ উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেন।
•    ১৯২৪ – হিন্দু-মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন।
•    ১৯৪৪ - ওস্টল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করে এস্তোনিয়া।
•    ১৯৫৭ - মালয়েশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
•    ১৯৯১ - এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও দক্ষিণ কোরিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
•    ২০০৫ - বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু।

জন্ম
•    ১৮২৬ - বের্নহার্ট রিমান, বিখ্যাত জার্মান গণিতবিদ।
•    ১৮৬৭ - গগনেন্দ্রনাথ ঠাকুর, একজন ভারতীয় বাঙালি চিত্রশিল্পী, শিল্পরসিক এবং মঞ্চাভিনেতা।
•    ১৯১৫ - মকবুল ফিদা হুসেন, জনপ্রিয় ভারতীয় চিত্রশিল্পী। তিনি এম.এফ. হুসেন নামেই বেশি পরিচিত। চল্লিশ দশকের শেষের দিকে তিনি চিত্রশিল্পী হিসাবে প্রথম পরিচিতি লাভ করেন। তার প্রথম একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় ১৯৫২ সালে সুইজারল্যান্ডের জুরিখ শহরে। এর পরবর্তী কয়েক বছরে তার চিত্রকলা ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে পড়ে। ১৯৬৬ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পদকে ভূষিত করে। এর পরের বছরই তিনি তার প্রথম চলচ্চিত্র ‘থ্রু দ্য আইজ অব আ পেইন্টার’ নির্মাণ করেন। এই চলচ্চিত্রটি বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং গোল্ডেন বেয়ার পদকপ্রাপ্ত হয়। ১৯৭৩ সালে তিনি পদ্মভূষণ পুরস্কার পান, ১৯৮৬ সালে রাজ্যসভায় মনোনীত হন এবং ১৯৯১ সালে পদ্মবিভূষণ পুরস্কার পান।
•    ১৯৩৪ - বিনয় মজুমদার, ‘কবিদের কবি’ অভিধায় পরিচিত বাঙালি কবি।
•    ১৯৪৪ - বিভু ভট্টাচার্য্য, বাঙালি অভিনেতা।
•    ১৯৫০ - নরেন্দ্র মোদি, ভারতের প্রধানমন্ত্রী।

মৃত্যু
•    ১৬৬৫ - স্পেনের রাজা চতুর্থ ফিলিপ।
•    ১৯৫৪ - যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বাংলা ভাষার কবি।
•    ১৯৬৪ - নরেশচন্দ্র সেনগুপ্ত, সাহিত্যিক।
•    ১৯৭৭ - উইলিয়াম টলবোট, ইংরেজ উদ্ভাবক ও ফটোগ্রাফির পুরোধা।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।