ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফিচার

 ‘রাজ’ আছে, নেই ‘শাহী’ কিংবা ‘বাড়ি’!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
 ‘রাজ’ আছে, নেই ‘শাহী’ কিংবা ‘বাড়ি’! ৭০ দশকের ওয়েলশ জিপ; ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার : সকালের ব্যস্ততা শুরু হয়ে গেছে প্রতিদিনকার মতো। ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে ছুটে চলেছে বাস, ট্রাক, কারসহ নানা প্রকারের গাড়ি। দেখা গেল, ব্যস্ত রাস্তার এক কোণে ঠায় দাঁড়িয়ে আছে সত্তর দশকের জরাজীর্ণ, হতশ্রী এক জিপ গাড়ি!

এটি আজ প্রাণহীন, স্থবির। অথচ এক সময় এটি কোনো এক পরিবারের সুখস্বপ্নের বাস্তব আলোড়ন হয়ে সারাক্ষণ চালু ছিলো।

‘নিজের গাড়িতে করে ঘুরে বেড়ানোর পরমানন্দ’ হয়ে ধরে দিয়েছিল সে পরিবারটির জন্য।
সেই গাড়ির নম্বরপ্লেটে শুধু ‘রাজ’ আছে। নেই ‘শাহী’ কিংবা ‘বাড়ি’! হয়তো গাড়িটির নম্বরপ্লেটে লেখা ছিল ‘রাজশাহী’, নয়তো ছিল ‘রাজবাড়ি’। স্থানের নামটি মুছে গেছে অথবা কারণ বিশেষে মুছে ফেলা হয়েছে। এখন ‘রাজ’টুকু  নিয়ে দাঁড়িয়ে আছে পুরনো দিনের (ভিন্টেজ) এ চারচক্র যান।

রোববার (৭ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের ২নং পুল সংলগ্ন এলাকাটি অতিক্রম করার সময় হঠাৎই এই পুরাতন গাড়িটির ওপর চোখ আটকে যায়। একে দেখে কিছুটা মায়া জাগে মনে! আহা, আজ সে পুরনো, বাতিল হলেও এক সময় অপ্রতিরুদ্ধ যৌবন ছিল তার। পাহাড়, টিলা আর সমতল ভূমির সচল যান হিসেবে একদা আরোহীদের সে-ই দিয়েছিল ছুটে চলার গতি আর নির্ভরতা। অথচ আজ সে অচল; গাড়ির গ্যারেজের পাশেই জং ধরে পচে মরছে।

এ গাড়িটি সম্পর্কে কথা হয় শ্রীমঙ্গল শহরের গাড়ির যন্ত্রাংশ বিক্রেতা মুসলিম চৌধুরীর সাথে। বাংলানিউজকে তিনি বলেন, এ গাড়িটির নাম ওয়েলশ জিপ (Welsh Jeep)। সত্তর দশকের পেট্রোলচালিত গাড়ি এটি। গাড়িটির প্রস্তুতকারী দেশ আমেরিকা। সামনে দিকে হ্যান্ডেল দিয়ে গাড়িটির ইঞ্জিন চালু করা হতো। বাংলা-সাবান দিয়ে এর ব্রেক-সু’র উপাদান বানানো হতো।

তিনি বলেন, ‘৯০ দশক পর্যন্ত এই গাড়িগুলো শ্রীমঙ্গল উপজেলায় দাপিয়ে বেড়িয়েছে। এ শহরে তখন ওয়েলশ জিপের সংখ্যা ছিল ৫ শতাধিক। আজ মাত্র ৫টি রয়েছে। এদের দু-একটি হয়তো এখনো সচল। বাকিগুলো গাড়ির গ্যারেজে পড়ে আছে অচল হয়ে। ’

৭০ দশকের ওয়েলশ জিপ; ছবি: বাংলানিউজএই গাড়িটি বিলুপ্তির কারণ হিসেবে তিনি বলেন, নব্বই দশকের দিকে বিভিন্ন সরকারি দপ্তর থেকে পুরাতন মিতসুবিসি জিপ গাড়ি নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। শ্রীমঙ্গলের অনেক লেবু ও আনারস বাগান ব্যবসায়ী তখন কৃষিপণ্য পরিবহনের জন্য সেসব গাড়ি ক্রয় করেন। তাই কপাল পোড়ে ওয়েলস জিপ গাড়ির।

বর্তমানে শ্রীমঙ্গলে প্রায় ছয়শ মিতসুবিসি জিপ গাড়ি রয়েছে। এগুলো ডিজেলচালিত, জাপানের তৈরি এবং ফোর-হুইল-ড্রাইভ হওয়ায় দ্বিগুণ শক্তিশালী।

পুরাতন এ ওয়েলশ জিপটিকে কিছুটা আপডেট করা হয়েছিল। গাড়িটির উপরের অংশকে মিতসুবিসি জিপের আদল দেওয়া হয়েছিল। তারপরও আর সচল করা যায়নি একে।  প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাব, ব্যবহারিক খরচ বৃদ্ধিসহ নানা প্রতিকূলতার কারণে আর চাকা ঘোরেনি এর। চিরতরে বিলীন হয়ে যাবার দিন গুনছে সে।

ভাঙ্গারির দল শকুনের মতো এসে তাকে টুকুরো টুকুরো করে ধ্বংস করবে কোনো একদিন!
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
বিবিবি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।