ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্ম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্ম বীরশ্রেষ্ঠ মতিউর রহমান

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২৯ অক্টোবর, ২০১৭, রোববার। ১৪ কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
•    ১৮৫১ - ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়।
•    ১৯২৩ - তুরস্ক প্রজাতন্ত্র ঘোষিত হয়।
•    ১৯২৯ - যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ইতিহাসের সবচেয়ে বড় মহামন্দা বা ব্ল্যাক টুয়েজডে’র কবলে পড়ে।
•    ১৯৬৪ - টাঙ্গানিকা ও জাঞ্জিবারের একত্রীভূত নাম ঘোষিত হয় তাঞ্জানিয়া।
•    ২০১৫ - ৩৫ বছর পর বহুল আলোচিত ‘এক-সন্তান নীতি’ প্রত্যাহার করে চীন সরকার।

জন্ম
•    ১৯১১ - অনাথবন্ধু পাঁজা, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
•    ১৯২৬ - নাজমউদ্দিন এরবাকান, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী।
•    ১৯৪১ - মতিউর রহমান, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অগ্রসেনানী বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট। মুক্তিযুদ্ধ চলাকালে ২০ আগস্ট করাচির মৌরিপুর বিমান ঘাঁটি থেকে একটি যুদ্ধবিমান ছিনতাই করেন মতিউর। কিন্তু পাকবাহিনী বিষয়টি জানতে পেরে চারটি জঙ্গি বিমান নিয়ে তাকে ধাওয়া করে। এসময় তার যুদ্ধবিমানে থাকা এক পাকিস্তানি সৈন্যের সঙ্গে ধস্তাধস্তিতে মতিউর যুদ্ধবিমান থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলের প্রায় আধমাইল দূরে তার মরদেহ পাওয়া যায়। সেসময় মতিউরকে করাচির মাসরুর বিমান ঘাঁটির চতুর্থ শ্রেণির কবরস্থানে সমাহিত করা হয়। ২০০৬ সালের ২৩ জুন তার দেহাবশেষ পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। মতিউরকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ২৫ জুন শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে পুনরায় সমাহিত করা হয়।
•    ১৯৪৭ - রবার্ট সার্ভিস, ব্রিটিশ ইতিহাসবিদ।

মৃত্যু
•    ১৯১৭ - হীরালাল সেন, বাংলা তথা ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রের পথিকৃৎ।  
•    ১৯১১ - জোসেফ পুলিৎজার, মার্কিন সাংবাদিক ও সংবাদপত্র প্রকাশক।  

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।