ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

মাদারীপুরে উষ্ণতা ছড়াচ্ছে সোশ্যাল সার্ভিস ক্লাব

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
মাদারীপুরে উষ্ণতা ছড়াচ্ছে সোশ্যাল সার্ভিস ক্লাব শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দিচ্ছেন ক্লাবের সদস্যরা। ছবি: বাংলানিউজ

এ শীতে মাদারীপুরে উষ্ণতা ছড়াচ্ছেন শহরের একদল তরুণ। তাদের দলটির নাম মাদারীপুর সোশ্যাল সার্ভিস ক্লাব (এমএসএসসি)। বাড়ি বাড়ি গিয়ে পুরনো শীতবস্ত্র সংগ্রহ করে তা শীতার্ত মানুষের মধ্যে বিতরণের উদ্দেশ্যে তারা চালাচ্ছেন- ‘প্রজেক্ট উষ্ণতা’ কর্মসূচি।

ক্লাবের সহ-প্রতিষ্ঠাতা ইসতিয়াক আহমেদ শাওন জানান, ২০১৩ সালের ঈদ-উল ফিতরে ‘প্রজেক্ট নতুন জামা’ কর্মসূচির মাধ্যমে এ ক্লাবের যাত্রা শুরু। ২০১৭ সাল পর্যন্ত প্রতি ঈদের আগে মোট ১২২৯ দরিদ্র পথশিশুর হাতে সংগঠনের সদস্যরা পৌঁছে দিয়েছেন নতুন জামা।

ক্লাবের তরুণদের বেশিরভাগই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া রয়েছেন চিকিৎসক, প্রকৌশলী, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী। নিজেদের জমানো টাকা, বিভিন্ন পরিচিত মানুষদের কাছ থেকে সংগ্রহ করা আর্থিক সহায়তা এবং সোশ্যাল মিডিয়াতে ক্রাউড ফান্ডিং করেই চলে ক্লাবের দারুণ সব কার্যক্রম।

ক্লাবটির আরেকটি কর্মসূচির নাম ‘প্রজেক্ট স্কুলিং’। এ কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের নতুন স্কুল ব্যাগ দেওয়া হয়। ২০১৭ সাল পর্যন্ত মোট ১১০০ শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ব্যাগ পৌঁছে দিয়েছেন ক্লাবের সদস্যরা। গত ২৬ জানুয়ারি আরও ৫০০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেয় এমএসএসসি।

সম্প্রতি ক্লাবটি তাদের কার্যক্রমে যোগ করেছে ‘প্রোজেক্ট ফরওয়ার্ড’। এ উদ্যোগের মাধ্যমে শহরের কয়েকটি স্কুল থেকে বাছাই করা ২০ জন এসএসসি পরীক্ষার্থীর জন্য নেওয়া হবে বিশেষ শিক্ষাব্যবস্থা।  

স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চলছে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন।  ছবি: বাংলানিউজ

ক্লাবের অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে- মাদারীপুর পাবলিক লাইব্রেরিতে চলচ্চিত্র উৎসব আয়োজন, বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম, শহরের লেক পরিচ্ছন্ন রাখা ও এবিষয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘লেক ক্লিন আপ ক্যাম্পেইন’, বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে গোলটেবিল বৈঠকসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত রয়েছে সংগঠনটি।

ক্লাবের সহ-প্রতিষ্ঠাতা ইসতিয়াক আহমেদ শাওন বাংলানিউজকে বলেন, ক্লাবের সদস্যদের অনুপ্রেরণা যোগায় ক্লাবের অর্জনগুলো। যেমন প্রোজেক্ট স্কুলিংয়ের কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। প্রজেক্ট নতুন জামার মাধ্যমে দরিদ্র পথ শিশুদের ঈদের আনন্দ কিছুটা হলেও বেড়েছে। প্রজেক্ট উষ্ণতার কারণে উষ্ণতা ভাগ করে নিতে পারছেন শীতার্ত মানুষ। প্রজেক্ট ফরওয়ার্ডের কারণে ছাত্রজীবনে কিছুটা হলেও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে শিক্ষার্থীরা। আর এসব অর্জনই আমাদের অনুপ্রেরণা।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এইচএমএস/এনএইচটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।