ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৪ মার্চ ২০১৮, রোববার। ২০ ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১১৫২ - ফ্রেডেরিক বারবারোসা জার্মান রাজা হন।
১৬৬৫ - ইল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
১৭৮৪ - ফ্রান্সিস গ্লাডুইনের সম্পাদনায় ‘ক্যালকাটা গেজেট’ প্রথম প্রকাশিত হয়।
১৭৮৯ - মার্কিন সংবিধান কার্যকর হয়।
১৮৪৮ - অস্ট্রিয়ার বিরুদ্ধে হাঙ্গেরির স্বাধীনতা আন্দোলন শুরু হয়।
১৯৫১ - নয়া দিল্লিতে প্রথম এশিয়ান গেমস শুরু।
১৯৭০ - ভূমধ্যসাগরে ৫৭ যাত্রীসহ একটি ফরাসি ডুবোজাহাজ নিখোঁজ।
১৯৭১ - রেডিও পাকিস্তান ঢাকার পরিবর্তে ঢাকা বেতার কেন্দ্র নামকরণ করা হয়।
১৯৭২ - স্বাধীন বাংলাদেশে প্রথম ১ টাকা ও ১০০ টাকার নোট চালু করা হয়।
১৯৯১ - ইরাকে কুর্দি বিদ্রোহ শুরু।

জন্ম
১৮৫৬ - তরু দত্ত, ভারতীয় কবি। তিনি ইংরেজি এবং ফরাসি ভাষায় কাব্য রচনা করতেন।
১৯৩২ - মিরিয়াম মাকেবার, গ্র্যামি পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার গায়িকা।
১৯৬৫ - আনিসুল হক, বাংলাদেশি লেখক, নাট্যকার ও সাংবাদিক।

মৃত্যু
১৫৫২ - অঙ্গদে, দ্বিতীয় শিখ গুরু।
১৮৫২ - নিকোলাই গোগোল, রুশ লেখক।
১৯২৫ - জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, বাঙালি নাট্যকার, সংগীতস্রষ্টা, সম্পাদক ও চিত্রশিল্পী। তার জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। স্বকীয় প্রতিভা ছাড়াও অন্য প্রতিভাবানদের খুঁজে বের করার বিরল ক্ষমতা ছিল তার মধ্যে। তিনি তার ছোটোভাই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভার বিকাশে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। ছোটবেলা থেকেই জ্যোতিরিন্দ্রনাথ ছিলেন থিয়েটারের প্রতি আগ্রহী। তিনি একটি পারিবারিক নাট্যদল গঠন করেন। প্রথম জীবনে নাট্যাভিনয়ে সাফল্য তাকে নাট্যকার হওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ করে তোলে। তার ঐতিহাসিক নাটকগুলো হল- পুরবিক্রম (১৮৭৪), সরোজিনী (১৮৭৫), অশ্রুমতি (১৮৭৯), স্বপ্নময়ী (১৮৮২)। হাস্যরসাত্মক নাটকগুলো হল- কিঞ্চিত জলযোগ (১৮৭৩), এমন কর্ম আর করব না (১৮৭৭), হঠাৎ নবাব (১৮৮৪), অলীক বাবু (১৯০০)। অনুবাদসমূহ হল- কালিদাসের অভিগ্ঞান শকুন্তলম ও মালতী মাধবা, সুদ্রকের মৃচ্যতিকা, মার্কাস অরেলিয়াসের মেডিটেশনস, শেক্সপিয়ারের জুলিয়াস সিজার, বাল গঙ্গাধর তিলকের গীতারহস্য। অঙ্কন ও স্কেচ করার দিকে আগ্রহী ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। নিজের পরিবারের অনেক সদস্যের পোর্ট্রেট তিনি অঙ্কন করেন। তার অঙ্কিত রবীন্দ্রনাথের বিভিন্ন প্রকারের স্কেচ আছে। তার প্রায় ২০০০টি স্কেচ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এর জাদুঘরে সংরক্ষিত আছে। ১৮৬৯ থেকে ১৮৮৮ সাল পর্যন্ত জ্যোতিরিন্দ্রনাথ আদি ব্রাহ্ম সমাজের সম্পাদক ছিলেন। তিনি ব্রাহ্ম সংগীতকে জনপ্রিয় করার লক্ষ্যে আদি ব্রাহ্ম সমাজ সংগীতবিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
১৯৪১ - শের উড অ্যান্ডারসন, মার্কিন ঔপন্যাসিক।
১৯৬৩ - কার্লোস উইলিয়াম, মার্কিন চিকিৎসক ও কবি।
১৯৬৭ - ডক্টর মোহাম্মাদ মোসাদ্দেক, ইরানের সাবেক প্রধানমন্ত্রী ও জনপ্রিয় রাজনীতিবিদ।
১৯৭৬ - শৈলজানন্দ মুখোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক।  
১৯৭৮ - আবুল কালাম শামসুদ্দীন, সাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক।  
১৯৮৩ - ভানু বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে হাস্যকৌতুকময় অভিনয়ের ক্ষেত্রে তিনি ছিলেন দিকপাল।
২০১২ - জন টেলর, মার্কিন অভিনেতা এবং লেখক।

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এনএইচটি/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।