ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্ম সাকিব আল হাসান।ফাইল ছবি

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৪ মার্চ ২০১৮, শনিবার। ৯ চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


ঘটনা
১৩৫১ - ফিরোজ শাহ তুঘলক দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
১৯৪০ - শেরেবাংলা এ কে ফজলুল হক উত্থাপিত লাহোর প্রস্তাব মুসলিম লীগের সভায় গৃহীত হয়।

জন্ম
১৮৩৪ - উইলিয়াম মরিস, ব্রিটিশ টেক্সটাইল ডিজাইনার, কবি, ঔপন্যাসিক ও অনুবাদক।
১৮৪১ - নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী, নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
১৯২৫ - কাজী নূরুজ্জামান, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
১৯৮৭ - সাকিব আল-হাসান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার। তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ও বামহাতি অর্থোডক্স স্পিনার। ২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক। শুরু থেকেই চমৎকার সব পারফরম্যান্সে জয় করেন ক্রিকেট ভক্তদের হৃদয়। তার খেলার মান আর ধারাবাহিকতা তাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। হয়েছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়দের একজন। এছাড়াও তার রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার কৃতিত্ব। ২০১৫ সালের জানুয়ারিতে তিন ফরমেটের সবগুলোতেই তিনি বিশ্বের সেরা অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন। সাকিব প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে চার হাজার রান করেছেন। দলের নেতৃত্বের বেলায়ও অসাধারণ প্রতিভা প্রদর্শন করেন তিনি।  

মৃত্যু
১৬০৩ - প্রথম এলিজাবেথ, ইংল্যান্ডের রানি।
১৭৭০ - আশরাফ আলি খান, বাংলা-বিহার-উড়িষ্যার নবাব, মীর জাফর বাহাদুরের চতুর্থ সন্তান।
১৯০৫ - জুল ভার্ন, ফরাসি লেখক।
২০১০ - রন হামেন্স, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।