ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

জার্মানির স্বৈরশাসক হিটলারের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮
জার্মানির স্বৈরশাসক হিটলারের প্রয়াণ জার্মানির স্বৈরশাসক হিটলারের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৩০ এপ্রিল ২০১৮, সোমবার। ১৭ বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৮৯ - জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হন।
১৮৩৮ - নিকারাগুয়া, সেন্ট্রাল আমেরিকান ফেডারেশন থেকে স্বাধীনতার ঘোষণা দেয়।
১৮৯৪ - বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়।
১৯৩৯ - এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে প্রথম জনসমক্ষে টেলিভিশন সম্প্রচার করা হয়।
১৯৭৬ - বাংলাদেশ-পাকিস্তান প্রথম বাণিজ্য চুক্তি স্বাক্ষর।
২০০৫ - নেপালের রাজা জ্ঞানেন্দ্র দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন।

জন্ম
১৭৭৭ - কার্ল ফ্রিড্‌রিশ গাউস, জার্মান গণিতবিদ এবং বিজ্ঞানী।
১৮৭০ - দাদা সাহেব ফালক, অভিভক্ত ভারতের চলচ্চিত্র পথিকৃৎ।
১৯৩৮ - শেখ আকরাম আলী, নাট্যকার।
১৯১৬ - ক্লদ শ্যানন, মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী এবং বিজ্ঞানী।
১৯৮২ - কিয়ের্স্টেন ডান্‌স্ট, মার্কিন অভিনেত্রী।
১৯৮৭ - রোহিত শর্মা, ভারতীয় ক্রিকেটার।

মৃত্যু
১৯৪৫ - অ্যাডলফ হিটলার, সাবেক জার্মান চ্যান্সেলর, নাৎসিবাহিনীর প্রধান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার মূল হোতা বলে কুখ্যাত হিটলার জন্মেছিলেন ১৮৮৯ সালের ২০ এপ্রিল। ১৯৪৫ সালে যুদ্ধের শেষ দিনগুলোতে হিটলার বার্লিনেই ছিলেন। মিত্র বাহিনীর অন্যতম শক্তি সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি যখন বার্লিন প্রায় দখল করে নিচ্ছিল, সেই সময়ে ইভা ব্রাউনকে বিয়ে করেন হিটলার। বিয়ের পর ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই তিনি ফিউরার বাংকারে সস্ত্রীক আত্মহত্যা করেন বলে কথিত আছে।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।