ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

কবি শহীদ কাদরীর জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
কবি শহীদ কাদরীর জন্ম কবি শহীদ কাদরী

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১৪ আগস্ট, ২০১৮, মঙ্গলবার। ৩০ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ।

একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়।  

ঘটনা
১৪৩৭ - মুদ্রণ যন্ত্রের আবিষ্কার।
১৫৫১ - তুরস্কের নৌবাহিনী ত্রিপোলি দখল করে।
১৫৮৫ - রানি প্রথম এলিজাবেথ নেদারল্যান্ডসের সার্বভৌমত্ব খারিজ করে দেন।
১৭৬২ - ইংল্যান্ডের নৌবাহিনী হাভানা দখল করে।
১৭৯০ - সুইডেন ও রাশিয়ার মধ্যে শান্তিচুক্তি।
১৮২৫ - ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী ও রসায়নবিদ মাইকেল ফ্যারাড অনেক পরীক্ষা-নীরিক্ষা ও গবেষণার পর অপরিশোধিত তেল থেকে পেট্রোল আবিষ্কার করতে সক্ষম হন৷
১৯১২ - মার্কিন মেরিন সেনা নিকারাগুয়া দখল করে।
১৯৪১ - রুজভেল্ট ও চার্চিল আটলান্টিক চার্টার নামক শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন।
১৯৪৭ - ভারত বিভক্তির মাধ্যমে পৃথক পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয়।

জন্ম
১৯৪২ - শহীদ কাদরী, বাংলাদেশি কবি ও সাহিত্যিক। ১৯৪২ সালের ১৪ আগস্ট কলকাতায় জন্ম। নাগরিক-জীবন-সম্পর্কিত শব্দ চয়নের মাধ্যমে বাংলা কবিতায় নাগরিকতা ও আধুনিকতাবোধের সূচনা করেছিলেন। দেশপ্রেম, অসাম্প্রদায়িকতা, বিশ্ববোধ, প্রকৃতি ও নগর জীবনের অভিব্যক্তি তার কবিতার ভাষা, ভঙ্গি ও বক্তব্যেকে বিশেষায়িত করেছে। প্রকাশিত কাব্যগ্রন্থ চারটি। ২০১১ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক লাভ করেন। ২০১৬ সালের ২৮ আগস্ট নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
১৯৬৬ - হ্যালি বেরি, মার্কিন মডেল, অভিনেত্রী, প্রযোজক এবং বিশ্ব সুন্দরী যুক্তরাষ্ট্র ১৯৮৬।
১৯৮৩ - মিলা কুনিস, মার্কিন অভিনেত্রী।

মৃত্যু
১৯৩৫ - ফ্রেদেরিক জুলিও কুরি, নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ।
১৯৫৬ – ব্রেখটে, জার্মান নাট্যকার মৃত্যু।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।