ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

মায়ের ইচ্ছা পূরণ করলো পাইলট মেয়ে

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
মায়ের ইচ্ছা পূরণ করলো পাইলট মেয়ে মায়ের ইচ্ছা পূরণ করলো পাইলট মেয়ে

এয়ার ইন্ডিয়ায় পূজা নামের এক নারী এয়ার হোস্টেস হিসেবে কাজ করেছেন দীর্ঘ ৩৮ বছর। আদুরে মেয়েকে পাইলট বানানোর ইচ্ছা ছিলো এ মায়ের। মেয়ে পাইলট হিসেবে প্লেন চালাবেন আর তিনি এয়ার হোস্টেস হিসেবে কাজ করবেন।

অবশেষে তার মেয়ে আশ্রিতিতা চিনচানকর মায়ের ইচ্ছা পূরণ করেছেন। মায়ের ইচ্ছা পূরণ হয়েছে বিশেষ একটি দিনে।

অবসরে যাওয়ার আগের শেষ ফ্লাইটটি চালিয়েছেন মেয়ে।

মায়ের সঙ্গে আশ্রিতিতা চিনচানকরকেমন অনুভূতি হয়েছিলো মা পূজার- তার উত্তরও উচ্ছ্বসিত। তিনি বলেন, আমি খুবই খুশি ও উদ্বেলিত।

মেয়ে আশ্রিতিতাও মাকে খুশি করতে পেরে বেজায় খুশি। তিনি বলেন, আমিও আজ ভীষণ খুশি।

মেয়ে আশ্রিতিতা টুইট বার্তায় লেখেন, আমি একটি ফ্লাইট পরিচালনা করে আজ খুবই সম্মানিত। আমার মায়ের এটাই ইচ্ছা ছিলো। কোনো একটি ফ্লাইটে মা এয়ার হোস্টেস হিসেবে কাজ করবেন আর আমি প্লেন চালাবো। মায়ের ইচ্ছা পূরণ করতে পেরেছি।

কো-পাইলট ও মা পূজার সঙ্গে আশ্রিতিতা চিনচানকরতিনি আরও লেখেন, মা তার ৩৮ বছরের গৌরবময় ক্যারিয়ার রেখে গেল, আমিও মায়ের মতো গৌরবময় ক্যারিয়ার গড়বো।

আশ্রিতিতার টুইটে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তাকে অভিনন্দনও জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।