ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ছবিতে কুমড়ার যতো অদ্ভূত প্রদর্শনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
ছবিতে কুমড়ার যতো অদ্ভূত প্রদর্শনী কুমড়ার খোল বানিয়ে ফ্রেম লেকের পানিতে ভেসে চলেছেন দুই প্রতিযোগী।

কুমড়ার মজাদার টক-ঝাল ও মিষ্টি তরকারি খেতে তো দারুণ লাগে। এতে রয়েছে নানাবিধ পুষ্টিগুণ। কিন্তু জানেন কি? কুমড়া দিয়ে কীটপতঙ্গ, প্রাণী এমনকি বিমানেও রূপান্তর সম্ভব!

 

 

কুমড়ার খরগোশ। ২০১৮ সালের ৩০ আগস্ট জার্মানির ফ্রেম লেকে কুমড়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।

পিঁপড়ার ভাস্কর্য। সে প্রতিযোগিতায় অংশ নেন অনেক প্রতিযোগী। কুমড়া দিয়ে ঈগলের ভাস্কর্য। প্রদর্শনীস্থলজুড়ে দানবাকৃতির অনেক কুমড়া প্রদর্শনী দেখা যায়। কুমড়া দিয়ে বিশ্বকাপ ট্রফি।  শরৎতকালীন উদ্যানবিদ্যা প্রদর্শনীতে দর্শনার্থীরা ভাস্কর্যের সামনে হেঁটে এর সৌন্দর্য উপভোগ করেন। কুমড়া দিয়ে বিমান। চার লাখ পঞ্চাশ হাজারেরও বেশি কুমড়া প্রদর্শনী করা হয়।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।