বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের নিষিদ্ধ হওয়ার বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছিল বাফুফে। ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
আজ (১৩ জুন) বাফুফে ভবনে তদন্ত কমিটির অষ্টম বৈঠক আয়োজিত হয়েছে। বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন কাজি নাবিল। তিনি বলেন, ‘আমাদের তদন্তের জন্য আরও কিছুদিন সময়ের প্রয়োজন। ইতোমধ্যেই প্রেসিডেন্টকে এই বিষয়ে জানানো হয়েছে। আরও ১৫ কার্যদিবস এই তদন্ত কমিটির মেয়াদ বাড়ছে। ’
অধিকতর তদন্তের জন্য বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে তদন্ত কমিটি। এছাড়াও যে সকল প্রতিষ্ঠানের নাম ছিল ফিফার ৫২ পৃষ্ঠার তদন্ত রিপোর্টে সেই প্রতিষ্ঠানের সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন নাবিল। তিনি বলেন, ‘আমরা তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। সবকিছু নিয়ে একটা পর্যায়ে পৌছেছি। এছাড়াও যে সব প্রতিষ্ঠানের নাম ফিফার তদন্তে রয়েছে তাদের সঙ্গেও আমরা কথা বলছি। ’
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ১৩ জুন, ২০২৩
এআর