অর্জনের আর কিছু বাকি নেই, তবুও খেলার প্রতি লিওনেল মেসির আগ্রহ-নিবেদন এখনো আগের মতোই। ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবলে।
মেসি আসার পর ফুটবলের প্রতি যুক্তরাষ্ট্রের মানুষদের আগ্রহ বেড়েই চলছে। প্রায় প্রতি ম্যাচেই গ্যালারি থাকছে পরিপূর্ণ। যার ফলে খেলাধুলা ও আর্থিক দৃষ্টিকোণ নতুন এক পরিচিতি পাচ্ছে মায়ামি। নতুন পরিচিতি পাচ্ছেন মেসি। ৩৬ বছর বয়সে এখানে খেলতে এসে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলারে পরিণত হয়েছেন তিনি।
ট্রান্সফারমার্কেটের রিপোর্ট অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজি হিসেবে ইন্টার মায়ামির মূল্য ৯০.৬ মিলিয়ন ইউরো। এর পেছনে এক-তৃতীয়াংশেরও বেশি অবদান রেখেছেন মেসি। কারণ বর্তমান সময়ে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের দাম ৩৫ মিলিয়ন ইউরো।
মেজর লিগ সকারে (এমএলএস) গত এক দশকে থিয়েরি অঁরি, আন্দ্রে পিরলো, দাভিদ ভিয়া, জলাতান ইব্রাহিমোভিচ ও ডেভিড বেকহ্যামের মতো কিংবদন্তিরা মাঠ কাঁপিয়েছেন। কিন্তু কারও 'মার্কেট ভ্যালু' মেসির চেয়ে বেশি ছিল না।
এমএলএসে বর্তমানে খেলা সেরা ১০ ফুটবলারের মার্কেট ভ্যালু-
লিওনেল মেসি: ৩৫ মিলিয়ন ইউরো
থিয়াগো আলমাদা: ২৭ মিলিয়ন ইউরো
সেবাস্তিয়ান দ্রিউসি: ১৫ মিলিয়ন ইউরো
ফাকুন্দো তোরেস: ১৪ মিলিয়ন ইউরো
হানি মুক্তার: ১২ মিলিয়ন ইউরো
রিকি পুগ: ১২ মিলিয়ন ইউরো
তায়েস মাগনো: ১২ মিলিয়ন ইউরো
কুচো ফের্নান্দেস: ১০ মিলিয়ন ইউরো
হেসুস ফেরেরা: ৯ মিলিয়ন ইউরো
ব্রেন্ডন ভাসকেস: ৮.৫ মিলিয়ন ইউরো
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এএইচএস