ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মানে-রোনালদোর গোলে আল নাসরের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
মানে-রোনালদোর গোলে আল নাসরের জয়

সৌদি লিগে আল রাইদের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে আল নাসর। আজ জালের দেখা পেয়েছন দলের অন্যতম দুই সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং সাদিও মানে।

অন্য গোলটি করেছেন অ্যান্ডারসন তালিসকা।

ম্যাচে আল নাসর প্রথম গোল পায় ৪৫ মিনিটে। ডি বক্সের ভেতর থেকে নেওয়া জোরালো শটে বল জালে জড়ান সেনেগাল তারকা মানে। এর দুই মিনিট পর মানেকে বক্সের বাইরে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন আল রাইদের বান্দের হোয়াইশি।

দশজনের দলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ে আল নাসরের। ডি বক্সের বেশ বাইরে ফাঁকায় বল পেয়ে জোরালো শটে বল জালে পাঠান তালিসকা।  
একের পর এক শট আর ফ্রি কিকে হতাশ হওয়া রোনালদো গোল পান ৭৮ মিনিটে, বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে।  

ম্যাচের যোগ করা সময়েও একবার বল জালে পাঠান রোনালদো। তবে অফসাইডে তা বাতিল হয়ে যায়। এর আগে পেনাল্টি থেকে আল রাইদের হয়ে এক গোল শোধ দেন মোহাম্মদ ফুজাইর।

এটি লিগে আল নাসরের ৬ ম্যাচে চতুর্থ জয়। ১২ পয়েন্ট নিয়ে টেবিলে অবস্থান ৫ নম্বরে।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।