ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নিজেদের অবস্থান যাচাই করতে চান সাবিনারা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
নিজেদের অবস্থান যাচাই করতে চান সাবিনারা

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার এশিয়ান গেমসে নিজেদের শক্তি যাচাই করতে চান অধিনায়ক সাবিনা খাতুন।

এই প্রথম এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই লক্ষ্যে আগামীকাল (১৮ সেপ্টেম্বর) চীনের হাংজুর উদ্দেশে রওনা হবেন সাবিনারা।

এশিয়ান গেমসে গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ২০১১ বিশ্ব চ্যাম্পিয়ন জাপান ও শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে। তাদের বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য নতুন অভিজ্ঞতা হবে। এর পাশাপাশি নিজেদের অবস্থানটাও দেখতে চাইছে বাংলাদেশ।

২২ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমস শুরু করবেন সাবিনারা। শক্তিতে দুই দলের অনেক বড় ব্যবধান থাকলেও অধিনায়ক সাবিনা সাধ্যমতো লড়াই করতে চাইছেন তিনি। সাবিনা বলেন, ‘জাপান একবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল। এবারও বিশ্বকাপ খেলেছে। তাদের সঙ্গে আমরা জিতবো, এটা আশা করা সমীচীন হবে না। তবে অবশ্যই আমরা লড়াইয়ের চেষ্টা করবো। ’

নেপালের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। সাবিনা তেমনই বলেছেন, ‘আমরা অন্তত নেপালকে হারাতে চাই। জাপান ও ভিয়েতনামের বিপক্ষে খেলার পর নেপালের সঙ্গে খেলবো। তাই একটা ভালো অভিজ্ঞতা থাকবে। আগামীতেও যেন গেমসে খেলতে পারি, তাই ইতিবাচক পারফরম্যান্স করে দেখাতে চাই। ’ 

বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু খেলোয়াড়ি ক্যারিয়ারে আগে এশিয়াডে খেলেছেন। এবার প্রথমবারের মতো মেয়েদের কোচ হয়ে যাচ্ছেন হাংজুতে। জাপানের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনটা সেভাবেই হয়েছে বলে জানালেন তিনি, ‘মহিলা ফুটবলে সিনিয়র দলই খেলে। তাই বিশ্বকাপ খেলা দলটিই অংশগ্রহণ করার কথা গেমসে। আমরা বল হারালে পাঁচ সেকেন্ডের মধ্যেই কেড়ে নিতে চাইবে, আমরা এটা ভেবেই অনুশীলন করেছি। আসলে আমরা হাংজুতে নিজেদের অবস্থানটাও দেখতে চাই, দল কেমন পারফরম্যান্স করতে পারে। ’

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।