আগামী ১২ অক্টোবর মালদ্বীপের মালেতে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিরতি লেগ ঢাকায় অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।
আজ দুপুর ১২টায় মালদ্বীপে পৌছেছে বাংলাদেশ। সন্ধ্যা ছয়টায় মালদ্বীপে অনুশীলন করবেন জামালরা। প্রাক বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে মালদ্বীপে খেলবে বাংলাদেশ। আগামী ১৭ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপকে আতিথেয়তা দিবে কোচ হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।
এক ভিডিও বার্তায় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘আমরা সবাই সুস্থভাবে মালদ্বীপে পৌছেছি। খেলোয়াড়রা হোটেলে বিশ্রাম করছেন। সন্ধ্যা ছয়টায় আমরা অনুশীলন করবো। ’
বাংলাদেশ দল: মিতুল মার্মা, পাপ্পু হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হান, সাদউদ্দিন, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, মুরাদ হাসান, সোহেল রানা, জামাল ভূঁইয়া, সোহেল রানা (জুনিয়র), মোহাম্মদ হৃদয়, রবিউল হাসান, মজিবুর রহমান জনি, জায়েদ আহমেদ, মতিন মিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, সুমন রেজা, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
এআর/আরইউ