ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

প্রীতি ম্যাচে শেখ রাসেল-মোহামেডানের ড্র

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
প্রীতি ম্যাচে শেখ রাসেল-মোহামেডানের ড্র

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল রাজধানীর ধুপখোলা মাঠে মুখোমুখি হয়েছিল দুই দল।

ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।  

রাজধানীর ধুপখোলা মাঠ দখলমুক্ত করে নতুনভাবে সাজানো হয়েছে। সংস্কার কাজ শেষ হয়েছে সম্প্রতি। শেখ রাসেল-মোহামেডানের ম্যাচের মাধ্যমে ধুপখোলা মাঠের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।  

এই ম্যাচের মধ্য দিয়ে শেখ রাসেলের নতুন কোচ ইয়গোস্লাভ ত্রেনচোভস্কির অধীনে অভিষেক হলো। এবারের মৌসুমে এই মেসোডেনিয়ান কোচকে নিয়োগ দিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।  

নতুন করে সাজানো ধুপখোলা মাঠে নিয়মিতই ফুটবল ম্যাচে আয়োজনের কথা জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল ম্যাচে উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্লাবের ডিরেক্টর অব ফিন্যান্স মোঃ ফখরুদ্দিন, ডিরেক্টর আবু বকর এবং হামিদুল হক শামিম সহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।