ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফন ডাইক নৈপুণ্যে চ্যাম্পিয়ন লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
ফন ডাইক নৈপুণ্যে চ্যাম্পিয়ন লিভারপুল

ইয়ুর্গেন ক্লপের বিদায়ী মৌসুম এটি। তাই কোচকে শিরোপা উপহার দিয়েই বিদায় দিতে চায় শিষ্যরা।

যার প্রথম ধাপ পার করল গতকাল। চেলসিকে ১-০ গোলে হারিয়ে লিগ কাপের চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। এ নিয়ে রেকর্ড দশমবার এই আসরের শিরোপা ঘরে তুলল তারা। আটবার জিতে তালিকার পরের অবস্থানে ম্যানচেস্টার সিটি।

ওয়েম্বলি স্টেডিয়ামে আক্রমণ-পাল্টা আক্রমণে চলেছে ম্যাচ। নির্ধারিত ৯০ মিনিটে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলেনি। এই সময়ের ভেতর কোনো গোলও আসেনি। তবে অতিরিক্ত সময়ে দাপুটে ফুটবল খেলে লিভারপুল।

১১৮ মিনিটে ভার্জিল ফন ডাইকের নৈপুণ্যে গোল পেয়ে যায় লিভারপুল। কর্নার থেকে আসা বলে দারুণ হেডে বল জালে পাঠান ফন ডাইক। তাতে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলার আনন্দে মাতে লিভারপুলের ফুটবলাররা। এর আগে অবশ্য ৬২ মিনিটে একবার বল জালে পাঠিয়েছিলেন ফন ডাইক। কিন্তু ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয় সেই গোল।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।