ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হালান্ডের পাঁচ গোলে লুটনকে উড়িয়ে দিল সিটি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
হালান্ডের পাঁচ গোলে লুটনকে উড়িয়ে দিল সিটি

এফএ কাপে লুটন টাউনকে একপ্রকার 'লুট করল' ম্যানচেস্টার সিটি। গোল উৎসব করে পুঁচকে প্রতিপক্ষকে উড়িয়ে দিল সিটিজেনরা।

 

আসরের পঞ্চম রাউন্ডের ম্যাচে গতকাল ৬-২ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা। এর মধ্যে আর্লিং হালান্ড একাই করেছেন ৫ গোল। নরওয়েজিয়ান স্ট্রাইকারের সবকয়টি গোলেই অ্যাসিস্ট করেছেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। ষষ্ঠ গোলটি করেছেন মাতেও কোভাচিচের।

লুটনের মাঠে শুরু থেকেই আক্রমণে মনোযোগ দেয় ম্যানসিটি। হাতেনাতে পেয়ে যায় ফলও। তৃতীয় মিনিটেই ডি ব্রুইনের বাড়ানো বলে জাল খুঁজে নেন হালান্ড। ১৮ মিনিটে আবারও ডি ব্রুইনের পাসে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড।

৪০তম মিনিটেই হ্যাটট্রিক সেরে ফেলেন হালান্ড। বিরতিতে যাওয়ার আগে অবশ্য এক গোল পরিশোধ করে লুটন টাউন। জালের দেখা পান জর্ডান ক্লার্ক।

বিরতি থেকে ফেরার সাত মিনিটের মধ্যে ক্লার্ক আরেকবার গোল করেন। কিন্তু লুটন এরপর হালান্ডদের একের পর এক আক্রমণে পর্যুদস্ত হয়ে পড়ে। ছন্দে থাকা হালান্ড ৫৫ ও ৫৮ মিনিটে আরো দুইবার বল জালে পাঠিয়ে ম্যানসিটিকে এগিয়ে নেন ৫-২ ব্যবধানে। হালান্ডের এই দুই গোলেও সহায়তা করেন ডি ব্রুইন।  

ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার এক ম্যাচে পাঁচ গোল করলেন হালান্ড। এর আগে গত বছর চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের বিপক্ষে পাঁচ গোল করেছিলেন তিনি।

৭২তম মিনিটে গোল উৎসবে যোগ দেন মাতেও কোভাচিচ। জন স্টন্সের পাসে লক্ষ্যভেদ করেন ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার। ৭৭তম মিনিটে হালান্ডকে তুলে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেসকে মাঠে নামান পেপ গার্দিওলা। তবে এরপর আর ব্যবধান বাড়েনি।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।