নেপালে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে শিরোপা জয়ের কথা জানিয়েছেন দলের কোচ মারুফুল হক। দলের ফরোয়ার্ড মিরাজুল ইসলাম বলেন ফাইনাল খেলা তাদের প্রাথমিক লক্ষ্য।
আগামী ১৮ থেকে ২৮ আগস্ট নেপালে টুর্নামেন্ট আয়োজিত হবে। এর আগে ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান বলে জানিয়েছেন কোচ মারুফুল। তিনি বলেন, ‘আমরা টার্ফ এবং ঘাসের মাঠে প্র্যাকটিস করেছি। আমাদের এই দলের চ্যাম্পিয়ন শিরোপা নেই। তাই বলে যে হবে না এমন কোনো কথা নেই। আমরা সেই ভাবেই নিজেদের প্রস্তুত করেছি। ’
‘আমি প্রথমে ভেবেছিলাম আমরা ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে যাবো। তবে তাদের ডেডিকেশন দেখে মনে হয়েছে এবার আমরা শিরোপা নিয়েই ফিরব। ’- যোগ করেন তিনি।
দলের ফরোয়ার্ড মিরাজুল ইসলাম নিজেদের প্রস্তুতিতে সন্তুষ্ট। তিনি বলেন, ‘কোচের কথামত আমরা প্রস্তুতি নিয়েছি। দলের সকলেই সুস্থ আছে। আমরা ভালো ফলের বিষয়ে আশাবাদী। ’
একই সুর দলের ডিফেন্ডার শাকিল আহাদ তোপের কণ্ঠে। তিনি বলেন, ‘আমরা ভালো ভাবেই প্রস্তুতি নিয়েছি। আমাদের প্রাথমিক লক্ষ্য ফাইনাল খেলা। ’
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
এআর/আরইউ