ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট ছবি: সংগৃহীত

ঢাকা: সোমবার (১১ জুলাই) থেকে মাঠে গড়াচ্ছে সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উৎসব। রাজধানী ঢাকার ১২টি দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে।

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে ইভেন্টটি।

 

সকাল ৯টায় টুর্নামেন্টর উদ্বোধনী খেলায় শিশু একাডেমির মুখোমুখি হবে ওয়ালটন। দুই দিনের এ টুর্নামেন্টের ফাইনাল   মাঠে গড়াবে মঙ্গলবার বিকেল ৫টায়। সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দানে।

এ উপলক্ষ্যে রোববার (১০ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর (স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা চেয়েছি সমাজের সুবিধা বঞ্চিত শিশু-কিশোররা একটি বৃত্তের মধ্যে না থেকে স্বাভাবিক জীবনের সাথে সম্পৃক্ত হোক। এর আগেও আমরা এ ধরনের আয়োজন করেছি। বিভিন্ন জায়গা থেকে এসব প্লেয়ারদের খুজে একটি দলে পরিণত করা খুব কঠিন ছিল। গতবার ৪টি দল ছিল, এবার ১২টি। আশা করি সুন্দরভাবে ইভেন্টটি শেষ হবে। বছরে এ ধরনের দুটি ইভেন্ট আমরা ধারাবাহিকভাবে আয়োজন করবো। ’

আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের এজিএম (স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট) মেহরাব হোসেন আসিফ এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক ও  ফুটবল টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী মো. ইয়াহিয়া।

সংবাদ সম্মেলনে প্রতিটি দলকে অংশগ্রহণ ফি বাবদ দুই হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া দলগুলোকে জার্সি ও একটি করে বল উপহার দেন আয়োজকরা।

টুর্নামেন্টর চ্যাম্পিয়ণ দল পাবে ৮ হাজার টাকার প্রাইজমানি ও ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স। ৪ হাজার টাকার প্রাইজমানি ও ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স পাবে রানার্সআপ দল।

টুর্নামেন্টে অংশগহণকারী দলগুলো হলো: আরামবাগ ফুটবল একাডেমি, মেঘনা ফুটবল একাডেমি, শিশু একাডেমি, বাংলাদেশ ফুটবল সাপোটার্স ফোরাম, টিএন্ডটি, নাইনস্টার, ওয়ালটন, মার্সেল, গেন্ডারিয়া, পল্টন, একতা ক্লাব, নাইনস্টার।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।