ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসির মুকুট এবার রোনালদোর হাতেই!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
মেসির মুকুট এবার রোনালদোর হাতেই! ছবি: সংগৃহীত

ঢাকা: ক্লাব ফুটবলে চ্যাম্পিয়নস লিগ আর পর্তুগালের হয়ে সদ্যই জিতলেন স্বপ্নের ইউরো। ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর ঠেকানোর সাধ্য কার? লিওনেল মেসির কাছ থেকে এবার ফিফা বর্ষসেরার মুকুটটা রোনালদোর হাতেই তো যাচ্ছে!

ফ্রান্সের মাটিতে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথম কোনো বড় শিরোপা ঘরে তোলে পর্তগাল।

হাঁটুতে আঘাত পেয়ে ২৫ মিনিটেই মাঠ ছেড়েছিলেন রোনালদো। তবে শেষ পর্যন্ত ঐতিহাসিক ট্রফি জয়ের উচ্ছ্বাসে মাতেন সিআর সেভেন। টুর্নামেন্টে তিনটি গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে আরো তিনটি করিয়েছেন ৩১ বছর বয়সী এ ফরোয়ার্ড।

২০১৭ সালের জানুয়ারিতে চলতি বছরের সেরা খেলোয়াড়ের হাতে উঠবে ফিফা ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড। গত আট বছর ধরেই যা মেসি-রোনালদোর দখলে। ২০০৮ সালে বর্ষসেরা খেতাব জেতেন পর্তুগিজ অধিনায়ক। পরে টানা চারবার মর্যাদাপূর্ণ এ পুরস্কার পেয়ে রেকর্ড গড়েন আর্জেন্টাইন আইকন। ২০১৩ ও ২০১৪ তে আবারো বিশ্বসেরার আসনে বসেন রিয়াল মাদ্রিদ তারকা।

এ বছরের শুরুতে ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ রোনালদোর কাছ থেকে হারানো ট্রফিটা পুনরুদ্ধার করেন বার্সেলোনার প্রাণভোমরা। কিন্তু, কাতালানদের হয়ে লা লিগার শিরোপা জিতলেও আর্জেন্টিনার জার্সি গায়ে আবারো ব্যর্থ হন মেসি। শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে স্বপ্নভঙ্গের পর আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসরের ঘোষণা দিয়ে বসেন বিশ্ব ফুটবলের ‘ক্ষুদে জাদুকর’। আলবিসেলেস্তেদের হয়ে বড় কোনো শিরোপাই যে জেতা হয়নি ম্যারাডোনার উত্তরসূরির!

সবকিছু মিলিয়ে দৃষ্টিসীমায় চতুর্থ ব্যালন ডি’অর দেখছেন রোনালদো। ইউরো ফাইনাল শেষে যেমন বলেছেন শিরোপাটা পর্তুগালেরই প্রাপ্য, ঠিক তেমনি ফিফা বর্ষসেরার মুকুটটা তো তার হাতেই মানায়! সেক্ষেত্রে রোনালদোময় ২০১৬ বললেও বোধ হয় ভুল হবে না।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।