ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শীর্ষ উপার্জনকারীর তালিকায় মেসিকে ছাড়িয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
শীর্ষ উপার্জনকারীর তালিকায় মেসিকে ছাড়িয়ে রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী তারকাদের মধ্যে যৌথভাবে চতুর্থ স্থানে অবস্থান করছেন ইউরো জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বসের একটি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

সম্প্রতি ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসনে বসে রোনালদোর পর্তুগাল। এবার আয়ের দিক থেকেও খবরের শিরোনাম হলেন পর্তুগিজ অধিনায়ক। গত এক বছরে বেতন ও স্পন্সরশিপ আয় বাবদ তার উপার্জনের পরিমাণ ৮৮ মিলিয়ন মার্কিন ডলার (৬৬.২ মিলিয়ন পাউন্ড)। যা তাকে গ্রহের অন্যতম ধনবান ব্যক্তিত্বে পরিণত করেছে।

২০১৫ সালের জুন থেকে গত জুন পর্যন্ত বিশ্বব্যাপী বিভিন্ন পেশার তারকাদের সম্মানী হিসাব করে বার্ষিক তালিকায় এ তথ্য দিয়েছে ফোর্বস। রোনালদোর সঙ্গে সমান অবস্থানে আমেরিকান জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব ডা. ফিল মেকগ্রাও।

তথ্য অনুযায়ী, বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের সঙ্গে লোভনীয় স্পন্সর চুক্তি বাবদ ৫৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক পান ৩১ বছর বয়সী রোনালদো। এর মধ্যে অন্যতম নাইকি, ট্যাগ হিউয়ের, সাকুর ব্রাদার্স স্যুটস এবং মন্সটার হেডফোনস।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা তারকা লিওনেল মেসির চেয়ে বেশ এগিয়ে রোনালদো। তারকাদের তালিকায় সব মিলিয়ে অষ্টম আর ধনী ফুটবলারদের মধ্যে দ্বিতীয় স্থানে আর্জেন্টাইন আইকন। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ীর বার্ষিক আয় ধরা হয়েছে ৮১.৫ মিলিয়ন ডলার। ক্রীড়াজগতের তৃতীয় ধনী আমেরিকান বাস্টেকবল সেনসেশন লেব্রন জেমস (৭৭ মিলিয়ন ডলার)।

বিশ্বব্যাপী সবচেয়ে ধনী তারকাদের শীর্ষস্থানটি টেলর সুইফটের দখলে। ২৬ বছর বয়সী মার্কিন গায়িকার উপার্জিত অর্থের পরিমাণ ১৭০ মিলিয়ন ডলার। ১১০ মিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে ইংলিশ-আইরিশ ব্যান্ড ওয়ান ডিরেকশন। আমেরিকান গ্রন্থকার জেমস প্যাটারসন (৯৫ মিলিয়ন ডলার) রোনালদোর ঠিক ওপরের স্থানে অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।