ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লক্ষ্য নিয়ে দ্বিধায় আরামবাগ সহকারী কোচ ও অধিনায়ক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
লক্ষ্য নিয়ে দ্বিধায় আরামবাগ সহকারী কোচ ও অধিনায়ক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আরামবাগ ক্রীড়া সংঘের অধিনায়ক মিতুল হাসান। আর দলটির সহকারী কোচ জাহিদুর রহমান মিলন বললেন প্রিমিয়ার লিগের জন্য আরামবাগ যে দল গঠন করেছে তাতে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে ক্লাব পরিচিতি অনুষ্ঠানে তারা এভাবেই নিজেদের লক্ষ্য নিয়ে সাংঘর্ষিক মন্তব্য করেন।  

অধিনায়ক হিসেবে প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে মিতুল বলেন ‘আমরা এবারের ফেডারেশন কাপ ফুটবলে ভাল খেলেছি। বিপিএলে আমরা সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চাইবো। আর বিপিএলকে সামনে রেখে আমাদের প্রস্তুতিও ভাল হয়েছে। তাছাড়া কোচের গেম প্ল্যান অনুযায়ী আমরা খেলতে চেষ্টা করবো। আমরা চ্যাম্পিয়ন হতে আত্মবিশ্বাসী। ’

উল্লেখ্য, ফেডারেশন কাপ ফুটবলের এবারের আসরে রানারআপ হওয়ার গৌরব লাভ করেছে কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা।

মিতুলের সঙ্গে সুর মেলালেন ম্যানেজার নেয়ামুল মজিদ জলিও। ফেডারেশন কাপ ফুটবলে তার দল যেভাবে খেলেছে ঠিক সেই খেলাটিই তারা খেলতে চাইছে এবারের প্রিমিয়ার লিগে।

তবে বিপত্তি বাধিয়ে দিয়েছেন দলটির সহকারী কোচ শেখ জাহিদুর রহমান মিলন। গণমাধ্যম তার কাছে প্রত্যাশা জানতে চাইলে তিনি অনেকটা ধমকের সাথেই বললেন, ‘আরামবাগ চ্যাম্পিয়নশিপের জন্য দল গঠন করেনি। আপনারা যদি বলেন আমরা ফেডারেশন কাপে ফাইনালে উঠেছি, রানারআপ হয়েছি তাই বলে প্রিমিয়ার ফুটবলেও চ্যাম্পিয়ন হবো এট ঠিক নয়। আপনারা আরামবাগের শক্তিমত্তা সম্পর্কে অবশ্যই অবগত আছেন। তবে চ্যাম্পিয়ন হতে নয় বরং মোটামুটি মানের একটি দল করেছে। আমাদের টার্গের ভালো ফলাফল করে দ্বিতীয় বা তৃতীয়স্থানে থাকা। আপনারা কেন জানতে চাইছেন লিগে আমরা কী করবো। এটা ঠিক নয়। ’

গণমাধ্যমের সাথে তিনি এমন ধমকের সুরে কথা বলেন সংবাদ সম্মেলনে তার বক্তব্যের পুরো সময়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ১৪ জুলাই ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।