ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হ্যাজার্ডকে মেসি-রোনালদোর কাতারে নেবেন কোন্তে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
হ্যাজার্ডকে মেসি-রোনালদোর কাতারে নেবেন কোন্তে মেসি-হ্যাজার্ড-রোনালদো-ছবি:সংগৃহীত

ঢাকা: চেলসির নতুন কোচ হিসেবে চলতি মৌসুমে ইতোমধ্যে কাজ শুরু করেছেন অ্যান্তোনিও কোন্তে। আর দলের ভার নিয়েই মিডফিল্ডার এডেন হাজার্ডকে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর কাতারে নিয়ে যাবেন বলে জানান সদ্য ইতালি জাতীয় দলের কোচ থেকে সরে যাওয়া কোন্তে।

চেলসির জন্য ২০১৫-১৬ মৌসুমটা ছিল ভুলে যাওয়ার মতো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও তারা শেষ করেছে ১০ম স্থানে থেকে। ফলে আনকোড়া দল লিচেস্টার সিটির কাছে হারাতে হয় ট্রফি।

শনিবার কোন্তের অধীনে প্রাক মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামে চেলসি। তবে নিজের শুরুর ম্যাচেই দুর্বল রেপিড ভিয়েনার বিপক্ষে ২-০ ব্যবধানে হারে তার শিষ্যরা। তারপরও ম্যাচ শেষে কোন্তে জানান, তার দলে সেরা কয়েকজন ফুটবলার রয়েছে।

কোন্তে বলেন, ‘এই দলটির আরও উন্নতি করতে হবে। আমাদের দুর্দান্ত কিছু ফুটবলার রয়েছে। দলে প্রতিভাবান প্রচুর তারকা রয়েছে, কিন্তু বিশ্ব এখনও মনে করে তারা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো বা পল পগবাদের মতো নয়। ’

তিনি আরও বলেন, ‘তবে আমার দলের ফুটবলাররা আরও উন্নতি করবে। আর বিশ্ব সেরাদের পর্যায়েই তারা যাবে। এ ব্যাপারে আমি নিশ্চিত। আসলে ফুটবলারদের বুঝতে হবে আমি সেরা কিন্তু তাদের প্রমাণ করতে হবে আমাকে সেরাদের সেরা হতে হবে। ’

গত মৌসুমে চেলসির বাজে পারফরম্যান্সের প্রভাব পড়ে হ্যাজার্ডের ওপরও। কিন্তু তার আগের মৌসুমে ব্লুজদের শিরোপা জয়ে তারই ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আর বেলজিয়াম এ তারকা সম্পর্কে কোন্তে বলেন, ‘গত মৌসুমটা বাজে কেটেছে। শুধুমাত্র হ্যাজার্ড না সবাই খারাপ খেলেছে। তবে আমার বিশ্বাস সে নিজেকে ফিরে পাবে। সবদিক থেকেই সে বড় মাপের ফুটবলার। ’

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।