ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আইসিসি ইভেন্টে মাঠে নামছে ইউরোপিয়ান জায়ান্টরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
আইসিসি ইভেন্টে মাঠে নামছে ইউরোপিয়ান জায়ান্টরা ছবি: সংগৃহীত

ঢাকা: গত তিন বছরের মতো এবারও প্রাক মৌসুমের প্রস্তুতিমূলক আসর ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে (আইসিসি) মাঠে নামছে ইউরোপিয়ান জায়ান্টরা। প্রীতি ফুটবল টুর্নামেন্টটির যুক্তরাষ্ট্র-ইউরোপ এডিশনে অংশ নিচ্ছে ইউরোপের ১০টি শীর্ষ ক্লাব।

যুক্তরাষ্ট্র-ইউরোপ পর্ব ছাড়াও চীন ও অস্ট্রেলিয়ায় আইসিসি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ভিক্টোরি, টটেনহাম, জুভেন্টাস ও অ্যাতলেতিকো মাদ্রিদ আর চীনের মাঠ মাতাবে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও বুরুশিয়া ডর্টমুন্ড।

তবে সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসরটি বসছে আমেরিকায়। চেলসি, লিচেস্টার সিটি, লিভারপুল, পিএসজি, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, এসি মিলান, সেল্টিক, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো ইউরোপ সেরা ক্লাবগুলো শিরোপা জয়ের মিশনে নামবে। এই ইভেন্টে সর্বোচ্চ তিনবার ট্রফি নিয়ে ঘরে ফেরে গ্যালাকটিকোরা।

প্রতিটি টিম তিনটি করে ম্যাচ খেলবে। তবে বার্সা-রিয়াল ‘এল ক্লাসিকো’ দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন ফুটবলপ্রেমীরা। দুই স্প্যানিশ জায়ান্ট একে অপরের মুখোমুখি হচ্ছে না। নতুন মৌসুমের প্রস্তুতিতে কেউ কাউকে যে ছেড়ে কথা বলবে না তা আর বলার অপেক্ষা রাখে না! প্রতিটি ম্যাচই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। পয়েন্ট টেবিলের শীর্ষে যারা থাকবে তাদের হাতেই উঠবে ‘আইসিসি’ ট্রফি।

পাঠকদের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপ এডিশনের ম্যাচগুলোর বিস্তারিত সূচি তুলে ধরা হলো:

  তারিখ              ম্যাচ                     সময়
২৩ জুলাই     সেল্টিক-লিচেস্টার       রাত সাড়ে ১০টায়।
২৪ জুলাই     ইন্টার-পিএসজি         দিবাগত রাত ৩টা।
২৮ জুলাই     রিয়াল-পিএসজি         ভোর সাড়ে ৫টা।
২৮ জুলাই     বায়ার্ন-এসি মিলান      সকাল সাড়ে ৭টা।
২৮ জুলাই     চেলসি-লিভারপুল      সকাল ৯:৩৫ মিনিট।
৩০ জুলাই     বার্সা-সেল্টিক            রাত ১১টা।
৩০ জুলাই     রিয়াল-চেলসি           দিবাগত রাত ১:০৫ মিনিট।
৩০ জুলাই      ইন্টার-বায়ার্ন           দিবাগত রাত ৩টা।
৩১ জুলাই      লিভারপুল-মিলান      সকাল ৮টা।
৩১ জুলাই      পিএসজি-লিচেস্টার     সকাল সাড়ে ৯টা।
৩ আগস্ট       বার্সা-লিচেস্টার            রাত ১২টা।
৪ আগস্ট       বায়ার্ন-রিয়াল             ভোর সাড়ে ৫টা।
৪ আগস্ট       মিলান-চেলসি            সকাল ৭টা।
৬ আগস্ট       লিভারপুল-বার্সা         রাত ১০:১৫ মিনিট।
১৩ আগস্ট      ইন্টার-সেল্টিক          রাত ১২টা।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।