ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

২০১৯ পর্যন্ত ক্যাম্প ন্যু’তে মুনির-সাম্পার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
২০১৯ পর্যন্ত ক্যাম্প ন্যু’তে মুনির-সাম্পার

ঢাকা: লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজদের সঙ্গে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় আরও তিন বছর থাকছেন দুই তরুণ তারকা মুনির আল হাদ্দাদি এবং সার্জি সাম্পার। ২০ বছর বয়সী ফরোয়ার্ড মুনির আর ২১ বছর বয়সী সাম্পারকে কাতালান ক্লাবটি রেখে দিয়েছে ২০১৯ সাল পর্যন্ত।

মঙ্গলবার (১৯ জুলাই) বার্সা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মুনির এবং সাম্পারের সঙ্গে ক্লাবের আরও তিন বছরের চুক্তি সম্পন্ন হয়েছে। মেয়াদ বাড়ানো এই চুক্তিতে ২০১৯ সাল পর্যন্ত ক্যাম্প ন্যুতে থাকছেন তারা।

স্প্যানিশ উঠতি তাকরা মুনিরের শৈশব কাটে অ্যাতলেতিকো মাদ্রিদে। সেখান থেকে ২০১১ সালে বার্সায় নাম লেখান তিনি। ২০১৪ পর্যন্ত বার্সার ‘বি’ দলে খেলা এই ফরোয়ার্ড কাতালানদের হয়ে খেলেছেন ৪২টি ম্যাচ। ২০১৭ সাল পর্যন্ত ক্যাম্প ন্যুতে তার চুক্তির মেয়াদ ছিল। আরও দুই বছরের জন্য নতুন বাড়ানো চুক্তিতে মুনির পাচ্ছেন ৬০ মিলিয়ন উইরো।

২০০১ সালে মাত্র ৬ বছর বয়সে বার্সায় নাম লেখানো সার্জি সাম্পারের চুক্তিটিও ছিল ২০১৭ পর্যন্ত। স্পেনের তারকা উঠতি এই ডিফেন্সিভ মিডফিল্ডার কাতালানদের ‘বি’ দল ও মূল দলের হয়ে খেলেছেন ১১৪টি ম্যাচ। নতুন বাড়ানো চুক্তিতে তিনি পাচ্ছেন ৫০ মিলিয়ন উইরো।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১৯ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।