ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানচেস্টারে পগবার মেডিকেলে জুভেন্টাসের সম্মতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
ম্যানচেস্টারে পগবার মেডিকেলে জুভেন্টাসের সম্মতি ছবি: সংগৃহীত

ঢাকা: এবারের ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে অন্যতম পল পগবা। তার শৈশবের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা নিয়ে নাটক তো আর কম হচ্ছে না! এবার নতুন খবর হলো ট্রান্সফার রেকর্ড গড়ে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমানোর দৌড়ে নাকি আরো এক ধাপ এগিয়ে গেছেন ফ্রেঞ্চ মিডফিল্ডার।

‘স্কাই স্পোর্ট ইতালিয়া’র বরাত দিয়ে গোল ডট কম বলছে, ম্যানইউতে মেডিকেল পরীক্ষা করার জন্য পগবাকে অনুমতি দিয়েছে জুভেন্টাস। যদি তাই-ই হয়, তবে পগবার ইংলিশ লিগে প্রত্যাবর্তনটা এখন সময়ের ব্যাপার।

রেড ডেভিলসদের কোচ হোসে মরিনহো তো ইঙ্গিত দিয়েই রেখেছেন, প্রিমিয়ার লিগে নতুন মৌসুম শুরুর আগে পগবাকে দলে ভেড়াতে সম্ভাব্য সবকিছুই করবে ম্যানইউ। অফিসিয়াল ঘোষণাটা কখন আসবে সেটিই এখন দেখার বিষয়! অবশ্য এ ব্যাপারে দুই ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

২০১২ সালে পগবাকে জুভেন্টাসের কাছে ছেড়ে দেয় ইংলিশ জায়ান্টরা। ইতালিয়ান চ্যাম্পিয়নদের জার্সিতে নিজেকে বিশ্বমানের মিডফিল্ডারে পরিণত করেন ফ্রেঞ্চ সেনসেশন। তাইতো সাবেক খেলোয়াড়কে ফিরে পেতে এখন কতটাই না মরিয়া রেড ডেভিলসরা।

শেষ পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে ‍নাম লেখালে গ্যারেথ বেলকে ছাড়িয়ে নতুন ট্রান্সফার রেকর্ডই গড়বেন পগবা। ২৩ বছর বয়সী এ মিডফিল্ডারকে সই করাতে ১১০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত মরিনহোর ম্যানইউ। ২০১৩ সালে টটেনহাম ছেড়ে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ওয়েলস উইঙ্গার। যা ফুটবল ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ অঙ্কের ট্রান্সফার চুক্তি।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।