ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অ্যান্ড্রু ওর্ডই হচ্ছেন এমিলি-মামুনুলদের কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, মে ১৭, ২০১৭
অ্যান্ড্রু ওর্ডই হচ্ছেন এমিলি-মামুনুলদের কোচ ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ নিয়ে নাটকের অবসান ঘটলো। ইংল্যান্ড বংশোদ্ভূত অস্ট্রেলয়ান নাগরিক অ্যান্ড্রু ওর্ডকে এমিলিদের কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বুধবার (১৭ মে) সন্ধ্যায় কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। ইংল্যান্ডের হার্ডাসে জন্ম এই ৩৭ বছর বয়সী ওর্ড সবশেষ অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের পার্থ গ্লোরির সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।

এছাড়াও এশিয়ার দুটি ক্লাবের কোচের দ্বায়িত্ব পালন করেছেন তিনি। যদিও জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা নেই এই অস্ট্রেলিয়ানের।  

আগামী ১ জুন ঢাকায় এসে তিনি কাজ শুরু করবেন বলে জানিয়েছেন বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প হলেও একত্রে দল গঠন হয়নি এখনও। ১ জুন এসে সব দ্বায়িত্ব বুঝে নিবেন অ্যান্ড্রু ওর্ড।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ১৭ মে, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।