ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পাঁচ বছর আগেই প্রস্তুত কাতার স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
পাঁচ বছর আগেই প্রস্তুত কাতার স্টেডিয়াম ছবি:সংগৃহীত

কাতার ২০২২ বিশ্বকাপের প্রথম স্টেডিয়াম হিসেবে আত্মপ্রকাশ করলো দোহা খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরটির পাঁচ বছর আগেই এটি প্রস্তুত হলো। যেখানে আগামী ১৯ মে ভেন্যুটিতে এমির কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

১৯৭৬ সালে সর্বপ্রথম খলিফা স্টেডিয়াম তৈরি করা হয়। তবে এবারের সংস্কারের পর আসন সংখ্যা দাঁড়ায় ৪০ হাজারে।

প্রচণ্ড গরমেও আরামদায়ক হিসেবে স্টেডিয়ামটি সম্পন্ন করতে মোট ব্যয় হয়েছে ৭০ মিলিয়ন পাউন্ড।

২০২২ বিশ্বকাপের আয়োজক কমিটি জানিয়েছে, দুর্দান্ত কুলিং প্রযুক্তি মাঠে ২৬ ডিগ্রি তাপমাত্রা ধরে রাখবে। এছাড়া গ্যালারিতে ২৪ থেকে ২৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে। যেখানে অনান্য কুলিং প্রযুক্তি থেকে এখানে প্রায় ৪০ শতাংশ এনার্জি কম খরচ হবে।

কাতারে মোট ১২টি স্টেডিয়ামে খেলা হওয়ার কথা রয়েছে। আর এখন পর্যন্ত একটির কাজ শেষ হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিটি স্টেডিয়াম তৈরি হবে বলে আয়োজকদের বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ১৮ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।