ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জিতেও শিরোপা হাতছাড়া মেসি-নেইমার-সুয়ারেজদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মে ২১, ২০১৭
জিতেও শিরোপা হাতছাড়া মেসি-নেইমার-সুয়ারেজদের মেসি-সংগৃহিত

স্প্যানিশ লা লিগায় শেষ মুহূর্তেও নাটকীয় কিছুর স্বপ্ন দেখছিল বার্সেলোনার বিদায়ী কোচ লুইস এনরিকে। এইবারের বিপক্ষে লিগের শেষ ম্যাচে মেসির জোড়া গোলে বার্সা ৪-২ ব্যবধানে জিতেছে। এটাই এনরিকের কোচ হিসেবে বার্সার শেষ ম্যাচ।

এদিকে, মালাগাকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

জমে ওঠা লা লিগার শেষ দিন নির্ধারণ হয় শিরোপা।

ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে বার্সা খেলতে নামে এইবারের বিপক্ষে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল খেলতে যায় মালাগার মাঠে। শিরোপাটি ধরে রাখতে হলে এইবারের বিপক্ষে বার্সাকে শুধু জিতলেই হতো না, অপেক্ষা করতে হতো মালাগার বিপক্ষে যেন রিয়াল হেরে বসে।

৩৮ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করলো বার্সা। সমান ম্যাচ খেলে সর্বোচ্চ ৯৩ পয়েন্ট নিয়ে জিনেদিন জিদান-রোনালদোরা শিরোপা নিশ্চিত করে।

এইবারের বিপক্ষে ঘরের মাঠেই ২-০ গোলে পিছিয়ে ছিল বার্সা। তবে, মেসি-সুয়ারেজদের দুর্দান্ত পারফর্মে শেষ ৩০ মিনিটেই হেরে যায় অতিথিরা। ম্যাচের ৭ মিনিটের মাথায় লিড নেয় এইবার। ইনুইয়ির গোলে ১-০ তে এগিয়ে যায় দলটি। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। বিরতির পর খেলার ৬১ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন এইবারের হয়ে প্রথম গোলদাতা ইনুইয়ি (২-০)।

৬৩ মিনিটের মাথায় এইবারের খেলোয়াড় ডেভিড রেনে আত্মঘাতী গোল করলে ব্যবধান করে বার্সার (২-১)। ৭০ মিনিটে পেনাল্টি পায় বার্সা। তবে, মেসির পেনাল্টি শট রুখে দেন এইবারের গোলরক্ষক জোয়েল। ৭৩ মিনিটের মাথায় সমতায় ফেরে বার্সা। সুয়ারেজের গোলে স্বস্তি ফেরে কাতালান শিবিরে (২-২)।

৭৫ মিনিটের মাথায় আবারো পেনাল্টি পায় বার্সা। এবার আর মিস করেননি মেসি (৩-২)। যোগ করা অতিরিক্ত সময়ে চার ডিফেন্ডারকে কাটিয়ে আবারো অসাধারণ এক গোল করেন মেসি। ফলে, ৪-২ গোলের লিড নেয় বার্সা। আর এই স্কোরেই জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, ২২ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।