ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শুরু হচ্ছে কিশোর ফুটবলের সুপার লিগ 

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুন ৭, ২০১৭
শুরু হচ্ছে কিশোর ফুটবলের সুপার লিগ  ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

৭১ ক্লাব নিয়ে শুরু হওয়া পাইওনিয়ার ফুটবল লিগের প্রাথমিক পর্বের খেলা শেষ হয়েছে। ২০ দল চূড়ান্ত পর্বে উঠেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এর সুপার লিগের পর্ব।

সুপার লিগে ২০ দলকে ৪ টি ভাগে বিভক্ত করা হয়েছে। কমলাপুর ও রাজউক আউটার স্টেডিয়ামে প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

সুপার লিগের ড্র:

গ্রুপঃ ক ,মাঠঃ আউটার স্টেডিয়াম/কমলাপুর স্টেডিয়াম:

১) নারায়ণগঞ্জ ফুটবল একাডেমী            
২) গুলশান ইয়ুথ ক্লাব 
৩) গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টার 
৪) মিরপুর স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার সেন্টার  
৫) ফেনী স্পোর্টস একাডেমী
গ্রুপঃখ,
১. বাংলাদেশ স্পোর্টিং ক্লাব  
২. নাসির ফুটবল একাডেমী  
৩. ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্র
৪. চাঁদপুর কিশোর ফুটবল একাডেমী
৫. বিক্রমপুর একাদশ
গ্রুপঃগ,
১) ইলিয়াস আহম্মেদ চৌধুরী স্মৃতি সংসদ
২)আছাদুজ্জামান ফুটবল একাডেমী 
৩) সোনারগাঁও সুপার স্টার ফুটবল একাডেমী
৪) সান রাইজ স্পোর্টিং ক্লাব
৫) ব্ল্যাক লে-পার্ড ফুটবল ক্লাব
গ্রুপঃঘ,
১. মঞ্জু ফুটবল একাডেমী 
২. টাঙ্গাইল ফুটবল একাডেমী
৩. কিং স্টার ফুটবল একাডেমী
৪. লন্ডন টাইগার্স
৫.শহীদ জহিরুল ইসলাম স্মৃতি সংসদ

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ০৭ জুন, ২০১৭
জেএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।