বুধবার (০৭ জুন) সন্ধ্যায় একটি এয়ার এ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে।
দুদিন আগে সোমবার (০৫ জুন) রাতে আচমকা অসুস্থ হয়ে পড়লে বাদল রায়কে রাজধানীর স্কয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এতে তার স্বজন ও শুভানুধ্যায়ীরা চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর প্রধানমন্ত্রী বাদল রায়কে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেন। তার আরোগ্য লাভে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
পরেরদিন বুধবার (০৭ জুন) সকালে এই সংগঠককে দেখতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হাসপাতালে যান। বাদল রায়ের বেগতিক অবস্থা দেখে দ্রুত আরোগ্য লাভে উদ্যোগ নেন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করেন।
এরপর সন্ধ্যায় সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠানো ব্যবস্থা করা হয়।
বাদল রায় একইসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের (এনসিসি) কোষাধ্যক্ষ, বাংলদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও বাফুফের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়ঃ ২১২৩ ঘণ্টা, ০৭ জুন, ২০১৭
জেএইচ/এমএমএস