ঢাকা ইউনাইটেড ক্লাবের তিন খেলোয়াড়-অধিনায়ক মশিউল কবির বাপ্পি, দেওয়ান মোঃ জুয়েল ও গোলরক্ষক নূর আলম আলীকে পাতানো খেলার দায়ে চিহ্নিত হওয়ায় সকল প্রকার ফুটবল লিগ ও ফুটবল প্রতিযোগিতা এবং ফুটবল সংক্রান্ত সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জুন) ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সাইফ পাওয়ারটেক সিনিয়র ডিভিশন ফুটবল লিগ-২০৭ এর গত মাসের ২১ তারিখে অনুষ্ঠিত ঢাকা ইউনাইটেড ও ফ্রেন্ডস সোস্যাল ওয়েলফেয়ারের মধ্যকার ম্যাচটি ঘিরে পাতানোর অভিযোগে ফুটবল পাড়ায় তোলপাড় ওঠে। তার ভিত্তিতে অভিযুক্ত পাতানো খেলা এবং অপরাধ চিহ্নিত করে সুপারিশ পেশ করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) ও যুগ্ম-সচিব জনাব দীল মোহম্মদ এর নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটি পাতানা খেলার বিষয়ে অভিযোগ দাখিলকারী ও অভিযুক্ত ক্লাবসমূহের কর্মকর্তা, খেলোয়াড়বৃন্দ, খেলা পরিচালনাকারী রেফারী ও ম্যাচ কমিশনার, সিনিয়র ডিভিশন ফুটবল লিগ কমিটির সম্পাদক, ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটি কর্তৃক উক্ত খেলা পর্যবেক্ষণে প্রেরিত প্রতিনিধিবৃন্দ, ডিসিপ্লিনারী কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ ও শুনানী গ্রহণ, খেলার ভিডিও এবং বিভিন্ন টিভি চ্যালেনের ফুটেজ ও দৈনিক সংবাদপত্রে কাটিং পর্যালোচনা করে তদন্ত রিপোর্ট পেশ করে।
উক্ত পেশকৃত প্রতিবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটি এর আগে ৫ জুন জরুরি সভার আয়োজন করে। সেখানে যাবতীয় বিষয় আলোচনা হয়। তারই ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ম্যাচটিকে ‘ন্যাক্কারজনক’ ও ‘পরিকল্পিত’ উল্লেখ করে ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ জানান, ‘যেহেতু বাই-লজ অনুযায়ী এই অপরাধের শাস্তি সীমিত, সেহেতু ফুটবলের এ মরণব্যাধি পাতানো খেলাকে চিরতরে নির্মূল করার লক্ষ্যে পাতানো খেলায় জড়িতদের বাফুফে ও আন্তর্জাতিক আইনের বিধান অনুযায়ী প্রয়োজনে অধিকতর দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি প্রদানের জন্য বাফুফেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ’
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ০৮ জুন, ২০১৭
জেএইচ/এমআরপি