ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফুটবলের মহারণে বিকেলে আর্জেন্টিনা-ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, জুন ৯, ২০১৭
ফুটবলের মহারণে বিকেলে আর্জেন্টিনা-ব্রাজিল ছবি: সংগৃহীত

ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই মানেই ভিন্ন এক আমেজ, বাড়তি আগ্রহ বাংলাদেশি ভক্তদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ম্যাচের পাশাপাশি বাংলাদেশি ক্রীড়াপ্রেমীদের নজর থাকবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে।

শুক্রবার (০৯ জুন) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ব্রাজিল-আজেন্টিনা মহারণ। প্রীতি ম্যাচ হলেও এতটুকু আকর্ষণ কমে যাচ্ছেনা।

মাঠে কেউ কাউকে এতটুকুও ছাড় দিতে নারাজ। বাংলাদেশ সময় বিকেল ৪টা ০৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

আর ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে অ্যারেনা স্পোর্টস ১, পিটিভি স্পোর্টস, ফক্স স্পোর্টস ১, ফক্স স্পোর্টস ২।

আগামী ১৩ জুন সিঙ্গাপুরের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

বার্সেলোনার দুই প্রাণভোমরা লিওনেল মেসি ও নেইমারের দ্বৈরথের দেখা মিলবে না মেলবোর্নে। কারণ নেইমারকে বিশ্রাম দিয়েছেন সেলেকাও কোচ তিতে। মেসির সঙ্গে জুটি বাধবেন জুভেন্টাসের তারকা দিবালা-হিগুয়েন। নেইমার না থাকলেও বিশ্বের এক নম্বর দলটিতে রয়েছেন গ্যাব্রিয়েল জেসুস, দগলাস কস্তা, ডেভিড লুইজ, থিয়াগো সিলভা, ফিলিপ কৌতিনহোদের মতো মহাতারকারা।

এদগার্দো বাউজার স্থলাভিষিক্ত হয়ে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছেন জর্জ সাম্পাওলি। আর নতুন কোচের অধীনে প্রথমবারের মতো মাঠে নামবে আর্জেন্টিনা। দু’দলের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ব্রাজিল। ১০৭ বারের দেখায় ব্রাজিল জিতেছে ৪৬ বার, আর্জেন্টিনা ৩৮ বার। ২৩টি ম্যাচ ড্র হয়। সর্বশেষ পাঁচবারের দেখায়ও এগিয়ে ব্রাজিল। তিনটিতে জয় পেয়েছে হলুদ জার্সিধারীরা।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ০৯ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।