প্রথমার্ধের ৪ মিনিট আগে পর্তুগালকে লিড এনে দেন ফর্মের তুঙ্গে থাকা রোনালদো। ৬৩ মিনিটে আবারো সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান রিয়াল মাদ্রিদ সুপারস্টার।
আর্সেনাল তারকা অলিভার জিরুদের গোলে (৩৭ মিনিট) এগিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি ফ্রান্সের। প্রথমার্ধের আগমুহূর্তে সুইডেনকে সমতায় ফেরান মিডফিল্ডার জিমি ডারমাজ। ১-১ গোলে দু’দল যখন পয়েন্ট ভাগাভাগিতে চোখ রাখছে তখনই গোলরক্ষক হুগো লরিসের ভুলের খেসারত দেয় ফ্রান্স।
ইনজুরি সময়ের শেষ মুহূর্তে বল ক্লিয়ার করতে ডি-বক্সের এক প্রান্তে এসে বল বাড়ান লরিস। কিন্তু, মাঝমাঠে বল পেয়ে প্রথম চান্সেই জালে পাঠিয়ে ফ্রেঞ্চ শিবিরকে স্তব্ধ করে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান ফরোয়ার্ড ওলা তোইভোনেন।
এদিকে, এসোন্তিয়ার মাঠে ২-০ গোলে হারের লজ্জায় ডুবেছে তারকাসমৃদ্ধ বেলজিয়াম। অপর ম্যাচে লুক্সেমবার্গের জালে গোল উৎসবই করে নেদারল্যান্ডস। ৫-০ গোলে উড়ন্ত জয় পায় যাচরা।
ইউরোপ অঞ্চলের অন্যান্য ম্যাচের ফলাফল: ফারো আইসল্যান্ড ০-২ সুইজারল্যান্ড, অ্যান্ডোরা ১-০ হাঙ্গেরি, বেলারুস ২-১ বুলগেরিয়া, বসনিয়া হার্জেগোভিনা ০-০ গ্রিস, জিব্রাল্টার ১-২ সাইপ্রাস।
‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে ছয় ম্যাচ শেষে ফ্রান্সকে হটিয়ে শীর্ষে উঠে এসেছে সুইডেন। দু’দলের সংগ্রহ সমান ১৩। গোল ব্যবধানে এগিয়ে নাম্বার ওয়ান পজিশনে সুইডিশরা। ছয় দলের একই গ্রুপে থাকা নেদারল্যান্ডস ১০ পয়েন্টে তৃতীয় স্থানে। ‘বি’ গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা পর্তুগালের সংগ্রহ ১৫। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে সুইজারল্যান্ড।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ১০ জুন, ২০১৭
এমআরএম