ঘরের মাঠ উদিনে লিখটেনস্টেইনকে পেয়ে গোল উৎসবই করে ইতালি। যদিও প্রথমার্ধে লোরেঞ্জো ইনসিগনের একটি গোলই এগিয়ে দেয় আজ্জুরিদের।
অপরদিকে খর্ব শক্তির দল হলেও মেসিডোনিয়ার বিপক্ষে বড় জয় পায়নি স্পেন। ডেভিড সিলভা ও দিয়েগো কস্তার গোলে জয় নিশ্চিত করে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে রিস্তোভাস্কির একটি গোল করলে ব্যবধান কমায় মেসিডোনিয়া।
এ জয়ে ৬ ম্যাচে অপরাজিত থাকা স্পেনের পয়েন্ট ১৬। তবে ইতালির পয়েন্টও স্পেনের সমান, কিন্তু গোল পার্থক্যে ২০০৬ সালের চ্যাম্পিয়নরা দ্বিতীয় স্থানে রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ১২ জুন, ২০১৭
এমএমএস