ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মানব জার্সি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মানব জার্সি ছবি: সংগৃহীত

ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় জার্সিটা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সমর্থকরা। নিউইয়র্কের ব্রায়েন্ট পার্কে ফুটবল ইতিহাসের আলোচিত কোনো ক্লাবের সবচেয়ে বড় মানব জার্সি তৈরি করেছে বার্সার ভক্তরা।

এ সময় উপস্থিত ছিলেন বার্সার সভাপতি জোসেফ বার্তেমিউ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে, নিউইয়র্কের ৪২ নম্বর রোডে স্থানীয় সময় দুপুর ১২টায় প্রায় ৪ হাজার বার্সা সমর্থক মিলিত হয়েছিলেন।

মানব জার্সি বানাতে এর আগে আর কোনো ফুটবল ক্লাব এতো বেশি মানুষের সমাগম দেখেনি। প্রায় ৫ হাজার কার্ড বিতরণ করা হলেও সেখানে ৭ হাজার বার্সা ভক্তের মিলিত হওয়ার কথা ছিল। তবে, শেষ পর্যন্ত ৩ হাজার ৩৩০ জন সেখানে জার্সি বানাতে পেরেছিলেন বলে জানায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের এক প্রতিনিধি।

মিলিতরা এক ঘন্টা অপেক্ষার পর তৈরি করে বার্সার এই জায়ান্ট জার্সি। ক্লাবের সভাপতি পৌঁছানোর পরই বার্সার মানব জার্সি তৈরির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। বার্সা সভাপতি ছাড়াও থিয়েরি অরি, জুলিয়ানো বেলেত্তি এবং বার্সার নতুন জার্সির স্পন্সর প্রতিষ্ঠানের সভাপতি উপস্থিত ছিলেন। পরে তারা নিউইয়র্ক মেয়র বিল ডি ব্লাসিউর সঙ্গে সাক্ষাৎ করেন।

আয়োজকদের দাবী, এটা বিশ্ব রেকর্ড। তবে গিনেসের প্রতিনিধি জানান, ২০১৫ সালে বাগদাদে ৪ হাজার ২০০ জন জার্সি পরিহিত অবস্থায় রেকর্ড গড়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।