ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

চেলসিকে ইন্টার, হার্থাকে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
চেলসিকে ইন্টার, হার্থাকে লিভারপুল ছবি: সংগৃহীত

প্রাক মৌসুমের প্রীতি ‍টুর্নামেন্টে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে (আইসিসি) একরাশ হতাশাই সঙ্গী হলো ইংলিশ চ্যাম্পিয়ন চেলসির। আইসিসি ইভেন্টের সিঙ্গাপুর এডিশনে দুই ম্যাচেই হারের লজ্জায় ডুবলো তারা। বায়ার্নের মিউনিখের (৩-২) পর এবার ছন্দে থাকা ইন্টার মিলানের বিপক্ষে ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে অ্যান্তোনিও কন্তের শিষ্যরা।

এদিকে বার্লিনে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে হার্থা বার্লিনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসির প্রিমিয়ার লিগ প্রতিদ্বন্দ্বী লিভারপুল। গোল তিনটি করেন যথাক্রমে উঠতি ইংলিশ ফরোয়ার্ড ডমিনিক সোলাঙ্কে (১৫ মিনিট), ডাচ ফরোয়ার্ড জর্জিনিও উইজনাল্ডাম (৩৮) ও মিশরীয় মিডফিল্ডার মোহাম্মদ সালাহ (৬১)।

নতুন মৌসুমের আগে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিল ইন্টার। টানা তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে ইতালিয়ান জায়ান্টরা। চীন এডিশনে লিঁওনের বিপক্ষে ১-০ গোলের পারফরম্যান্স দিয়ে শুরু। সিঙ্গাপুরে এসে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে হারিয়েছে ২-০ গোলে।

.সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে চেলসির বিপক্ষে প্রথমার্ধের ইনজুরি সময়ে লিড নেয় ইন্টার। পেনাল্টি থেকে সরাসরি গোল মিস করলেও ফিরতি বল পেয়ে জালে পাঠাতে ভুল করেননি ফরোয়ার্ড স্টিভান জোভেটিক। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান পেরিসিক ব্যবধান দ্বিগুন করেন।

হাইভোল্টেজ ম্যাচটির ৭৪ মিনিটে ইন্টারের ডিফেন্সিভ মিডফিল্ডার জিওফ্রে কোন্ডোগবিয়ার আত্মঘাতী গোলের সুবাদে ম্যাচে ফেরে চেলসি। কিন্তু শেষ ‍পর্যন্ত ব্লুজদের সমতায় ফেরার লক্ষ্যটা পূরণ হয়নি। হারের বৃত্তে থেকেই শেষ হয় তাদের আইসিসি মিশন।

বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।