ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৬ মিনিটে বসুন্ধরা কিংসকে রুখে দিল বারিধারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
৬ মিনিটে বসুন্ধরা কিংসকে রুখে দিল বারিধারা ছবি: সংগৃহীত

পর্দা উঠেছে মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ-২০১৬-১৭’র। সোমবার (৭ আগস্ট) লিগের দ্বিতীয় দিন কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয় উত্তর বারিধারা এবং বসুন্ধরা কিংস। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লিড নেয় বসুন্ধরা কিংস। রিপন আলমের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।

বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটের মাথায় নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন রিপন। তবে, ৮০ মিনিটে ডালিম আর ৮৬ মিনিটে সুজন গোল করে উত্তর বারিধারাকে সমতায় ফেরান। মাত্র ৬ মিনিটে দুই-দুইটি গোল করে বসুন্ধরা কিংসের জয়ের আশা শেষ করে দেয় বারিধারার ক্লাবটি। ২-২ গোলের সমতা নিয়েই শেষ হয় লিগের দ্বিতীয় ম্যাচটি।

এবারের মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ১০ দল অংশ নিয়েছে। দলগুলো হলো- সকার ক্লাব ফেনী, উত্তর বারিধারা ক্লাব, টিএন্ডটি ক্লাব মতিঝিল, অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, বাংলাদেশ পুলিশ এসি, কাওরান বাজার প্রগতি সংঘ, নোফেল ও বসুন্ধরা কিংস।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৫ লাখ ও রানার্স-আপ দল ৩ লাখ টাকা প্রাইজমানি পাবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রিমিয়ার ডিভিশনে খেলার সুযোগ পাবে। আর রেলিগেশন প্রাপ্ত দলটি পরের বিভাগে নেমে যাবে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।