ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লেমিনাকে দলে ভেড়ালো সাউদাম্পটন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
লেমিনাকে দলে ভেড়ালো সাউদাম্পটন সংগৃহীত ছবি

ঢাকা: ১৮. ১ মিলিয়ন পাউন্ডে জুভেন্টাস সেন্ট্রাল মিডফিল্ডার মারিও লেমিনাকে দলে ভেড়ালো ইংলিশ ক্লাব সাউদাম্পটন। ক্লাবটির গত পাঁচ বছেরের দলবদলের ইতিহাসে এটিই সর্বোচ্চ মূল্যের রেকর্ড।

লেমিনার আগে ২০১৬ সালের আগস্টে ১৬ মিলিয়ন পাউন্ড খরচায় ফরাসি ক্লাব ছেড়ে লিল সাউদাম্পটনে নিজের ঠিকানা বানিয়েছিলেন মরক্কোর অ্যাটাকিং মিডফিল্ডার সোফিয়ান বাউফেল।    

বুধবার (৮ আগস্ট) মারিও লেমিনার দলবদলের খবর প্রকাশ করেছে বিবিসি।

২৩ বছর বয়সী গ্যাবনের এই তরুণ সেন্ট্রাল মিডফিল্ডার জুভেন্টাসের হয়ে গেল দুই মৌসুমে ম্যাচ খেলেছেন ৪২টি। ৭ মিলিয়ন পাউন্ডে ২০১৫ সালে মার্সেই ছেড়ে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন মারিও লেমিনা।  

ফরাসি ক্লাব লরিয়েন্ট দিয়ে ক্লাব ফুটবলে ক্যারিয়ার শুরু করেছিলেন লেমিনা।  

বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এইচএল 

   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।