ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্টেফানোকে ছুঁয়ে ফেলবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
স্টেফানোকে ছুঁয়ে ফেলবেন রোনালদো ছবি: সংগৃহীত

বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ম্যাচ দিয়ে নতুন উচ্চতায় পা রাখবেন ক্রিস্টিয়ানো রোনালদো। নাম লেখাবেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি প্রয়াত আলফ্রেডো ডি স্টেফানোর পাশে।

রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার রোনালদো ম্যাচ সংখ্যার দিক থেকে অনেক পিছিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সান্তিয়াগো বার্নাব্যুতে আটটি মৌসুম পার করেছেন পর্তুগিজ সুপারস্টার।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৯৫ ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ৪০৬ বার।

বার্সার মাঠে ৩৯৬তম ম্যাচে নামবেন রোনালদো। ছুঁয়ে ফেলবেন ক্লাবের এক সময়ের মহাতারকা স্টেফানোকে। ১১ বছরের রিয়াল ক্যারিয়ারে সমানসংখ্যক ম্যাচে ৩০৮টি গোল করেছিলেন টানা পাঁচবার ইউরোপিয়ান কাপ জয়ী ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এ ফরোয়ার্ড।  ২০১৪ সালের জুলাইয়ে ৮৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান স্টেফানো।

গ্যালাকটিকোদের অলটাইম গোলস্কোরিং তালিকায় সেরা তিনে শোভা পাচ্ছে আর্জেন্টাইন স্টেফানোর নাম। এ তালিকায় দ্বিতীয় স্থানে আরেক আইকন রাউল গঞ্জালেজ। অবশ্য দীর্ঘ ১৬ বছরের (১৯৯৪-২০১০) রিয়াল অধ্যায়ে ৩২৩টি গোল করতে ৭৪১ ম্যাচ খেলেছিলেন সাবেক স্প্যানিশ স্ট্রাইকার। যেখানে মাত্র ২০৩টি ম্যাচ খেলেই রাউলকে টপকে যান ৩২ বছর বয়সী রোনালদো।

ম্যাচ সংখ্যায় এখনো যোজন যোজন পিছিয়ে সিআর সেভেন। সেরা দশে নাম লেখাতে হলেও চারবারের ব্যালন ডি’অর জয়ীকে মাদ্রিদে থাকতে হবে আরও কয়েক মৌসুম। সবার উপরে রাউল। ৭২৫ ম্যাচ নিয়ে দ্বিতীয় স্থানে দু’বছর আগে রিয়াল অধ্যায়ের ইতি টানা বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। দশ নম্বরে থাকা সাবেক মিডফিল্ডার গুতিয়েরেজের ম্যাচ সংখ্যা ৫৪২।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।