ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আমরা এখনও শিরোপা জয়ের আশা ছাড়িনি: ছোটন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
আমরা এখনও শিরোপা জয়ের আশা ছাড়িনি: ছোটন ছবি: শোয়েব মিথুন

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে আজ নেপালের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে হারের কারণ হিসেবে দলের অনভিজ্ঞতাকেই দায়ী করছেন কোচ গোলাম রব্বানী ছোটন।

 

আজ শুরু থেকে শেষ পর্যন্ত তেমন গোছানো ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ। এই বিষয়ে ছোটন বলেন, ‘ম্যাচে কিছু কিছু ভুল ছিল। মেয়েরা পরিকল্পনা মত খেলতে পারেনি। এটা অভিজ্ঞতা কম থাকার কারণেই। পাসিংয়ে আরও একটু সতর্ক হতে হবে। ’

এই ম্যাচের হারের পর শিরোপা জয়ের পথ কিছুটা কঠিনই হয়েছে বাংলাদেশের। তবে এখনও আশাবাদী দলের কোচ ছোটন। তিনি বলেন, ‘আমরা এখনও শিরোপা জয়ের আশা ছাড়িনি। এখনও সব কিছু শেষ হয়ে যায়নি; সম্ভাবনা আছে। নিজেদের সেরটা দিয়ে খেলতে পারলে শিরোপা জয় করা সম্ভব। ’

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।