চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়ে আরও বড় বিপদে পড়লো বার্সেলোনা। ইউরোপা লিগের নকআউট পর্বে প্রতিপক্ষ হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোদের ম্যানচেস্টার ইউনাইটেডকে মোকাবেলা করতে হবে তাদের।
সোমবার সুইজারল্যান্ডের নিয়নে উয়েফা ইউরোপা লিগের প্লে-অফের ড্র অনুষ্ঠিত হয়। সেখানে করা এই ড্রয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়া জুভেন্টাসও অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ পেয়েছে। ফরাসি ক্লাব নঁতকে মোকাবেলা করতে হবে তুরিনের বুড়িদের।
উয়েফার নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগের আট গ্রুপের তৃতীয় হওয়া দলগুলো ও ইউরোপা লিগের আট গ্রুপের রানার্সআপ দলগুলো খেলবে এই প্লে-অফ রাউন্ডে। এখানের জয়ীরা কোয়ালিফাই করবে রাউন্ড অব সিক্সটিনে। বিশ্বকাপের পর ১৬ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে এই নকআউট পর্ব। ফিরতি লেগ হবে ২৩ ফেব্রুয়ারি।
একনজরে দেখে নিন প্লে-অফ রাউন্ডে কে কার মুখোমুখি:
- বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেড
- জুভেন্টাস-নঁত
- স্পোর্তিং লিসবন-মিতউইলান
- শাখতার দোনেৎস্ক-রেন
- আয়াক্স-ইউনিয়ন বার্লিন
- বায়ার লেভারকুজেন-মোনাকো
- সেভিয়া-পিএসভি আইন্দহোভেন
- সালসবুর্ক-রোমা
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২২
আরইউ