চট্টগ্রাম: বদলি হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) থেকে বিদায় নিয়েছেন আলোচিত পুলিশ কর্মকর্তা বনজ কুমার মজুমদার। মঙ্গলবার (৯ জুন) তিনি নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে সিএমপি ছাড়েন।
অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার বনজ কুমার মজুমদার সিএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয়।
মঙ্গলবার সিএমপি থেকে বনজ কুমার মজুমদারকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়। সিএমপি’র মাসিক অপরাধ সভা শেষে বিদায় অনুষ্ঠান হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সভায় সিএমপি কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডল বলেন, বনজ ক্রাইমের দায়িত্বে ছিল। এজন্য অপরাধ নিয়ে আমি অনেকটাই নিশ্চিন্ত ছিলাম। অপরাধ নিয়ন্ত্রণ কিংবা কোন ঘটনা ঘটলে দ্রুত অপরাধী গ্রেপ্তারের বিষয়ে বনজ সাফল্যের স্বাক্ষর রেখেছেন।
তিনি বলেন, সরকারি চাকুরিতে বদলি মানে হচ্ছে শুধু অবস্থান পরিবর্তন। আমি আশা করছি বনজ মজুমদার হয় আরও বড় পরিসরেই সিএমপিতে ফিরে আসবেন।
বিদায়ী বক্তব্যে বনজ কুমার মজুমদার বলেন, আমি তো কখনও বিদায়ের বক্তব্য দিইনি। সেরকমভাবে বক্তৃতা দেয়ার অভ্যাসও আমার নেই। তবে দায়িত্ব পালনকালে আমার সহকর্মীদের সহযোগিতা আমি পেয়েছি। সর্বোপরি আমি মানুষের ভালবাসা পেয়েছি। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।
বনজ মজুমদারের বক্তব্যের শেষ পর্যায়ে অনুষ্ঠানস্থলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তিনি ডিএমপিতে দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান।
অনুষ্ঠানে ঢাকায় সিআইডিতে বদলি হওয়া সিএমপির উপ কমিশনার নীহার রঞ্জন হাওলাদারকেও বিদায় সংবর্ধনা দেয়া হয়।
সিএমপিতে বনজ কুমার মজুমদারের স্থলাভিষিক্ত হচ্ছেন বান্দরবানের পুলিশ সুপার থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত দেবদাস ভট্টাচার্য।
রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী বনজ কুমার মজুমদার বিসিএস দিয়ে পুলিশ সার্ভিসে যোগ দেন।
কর্মজীবনে তিনি সিএমপি’র গোয়েন্দা ইউনিটের সহকারি কমিশনার, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার, আরআরএফ’র উপ কমিশনার, কক্সবাজারের জেলা পুলিশ সুপার, সিএমপি’র উপ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।
দীর্ঘসময় সিএমপিতে কর্মরত থাকা অবস্থায় বনজ কুমার মজুমদার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার, বিভিন্ন চাঞ্চল্যকর খুনের ঘটনার রহস্য উন্মোচন এবং অপরাধীদের গ্রেপ্তার করে প্রশংসিত হন।
এছাড়া ইভ টিজিং, নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে বনজ মজুমদার আইনি সামাজিক আন্দোলনও গড়ে তুলেন।
বনজ কুমার মজুমদার বাংলানিউজকে জানিয়েছেন, আগামী সপ্তাহে তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ, প্রশাসন ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান এবং দু’জন করে উপ-কমিশনার, অতিরিক্ত উপ-কমিশনার, সহকারি কমিশনার এবং পরিদর্শক বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
আরডিজি/টিসি