ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দেশের সব মেডিকেল কলেজে ভাসকুলার সার্জন পদ সৃষ্টির দাবি  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
দেশের সব মেডিকেল কলেজে ভাসকুলার সার্জন পদ সৃষ্টির দাবি  

ঢাকা: দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভাসকুলার সার্জন পদ সৃষ্টির দাবি জানিয়েছে বাংলাদেশ ভাসকুলার সোসাইটি।

শনিবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় রক্তনালি দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই দাবি জানান।

 

সংগঠনের মহাসচিব ডা. সাকলায়েন রাসেল বলেন, দেশের বড় বড় হাসপাতালগুলোতে ভাসকুলার সার্জন নেই। সারাদেশে ভাসকুলার সার্জনদেরকে ছড়িয়ে দিতে হবে। সারাদেশে সেবা দান করার জন্য অনেক ভাসকুলার সার্জন রয়েছেন। কিন্তু সরকারের কাছে পদ নেই। মেডিকেল কলেজগুলোতে যদি ভাসকুলার সার্জনদেরকে পদায়ন করা যায়, তাহলে রোগীরা দ্রুত সেখানে সেবা পাবেন।  

তিনি বলেন, সরকারের কাছে আমরা আবেদন করতে চাই, ভাসকুলার সার্জনের পদ সৃষ্টি করে আপনারা দ্রুত রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করুন।  

এছাড়া যতগুলো পঙ্গু হাসপাতাল রয়েছে সেখানেও একজন করে ভাসকুলার সার্জনের পদায়ন নিশ্চিত করার আহ্বান জানান সাকলায়েন রাসেল।   

হাত-পায়ে ঘা, কোনো ধরনের ইনফেকশন, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে হঠাৎ করে হাত পা ঠান্ডা হয়ে তীব্র ব্যথা হলে দ্রুত একজন ভাসকুলার সার্জনের পরামর্শ নিতে বলেন তিনি।  

সাকলায়েন রাসেল বলেন, একজন মানুষের পা কেটে ফেললে আগামী পাঁচ বছরের মধ্যে তার মৃত্যুর ঝুঁকি প্রায় ৫০ ভাগ। আমাদের হাত এবং পায়ের সুস্থতা অত্যন্ত জরুরি। আমাদের হাত এবং পাগুলো সুস্থ না থাকলে পুরো দেহ অচল হয়ে যেতে বাধ্য, এমনকি আমাদের জীবনও বিপন্ন হতে পারে। তাই আমরা স্লোগান নির্ধারণ করেছি আপনার হাত এবং পাকে রক্ষা করুন তাহলে আপনার জীবন বাঁচবে।

বাংলাদেশ ভাসকুলার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবুল হাসান মুহম্মদ বাশার ও ডা. বজলুল করিম ভুঁইয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এসসি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।